‘তৃণমূলে যোগ দেওয়ার জন্য মরিয়া ছিলেন হিরণ’, ‘বাড়াবাড়ি করলে’ অভিষেকের সঙ্গে হিরণের কথোপকথনের অডিও ফাঁস করে দেওয়ার হুমকি অজিতের

বিগত বেশ কিছুদিন ধরেই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা নিয়ে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়েছিল। তবে পরবর্তীতে সাংবাদিক বৈঠক করে জোর গলায় তিনি দাবী করেন যে ‘চোরের দল’ তৃণমূলে (TMC) তিনি যোগ দেবেন না। কিন্তু এরপরও খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) নিয়ে তোপ দাগতে ছাড়ছে না তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতি (Ajit Maity) হুঁশিয়ারি দিয়ে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে হিরণের কী কী কথা হয়েছে, সেই অডিও (audio clip) ফাঁস করে দেবেন তিনি।
কিছুদিন আগেই প্রকাশ্যে আসে হিরণ চট্টোপাধ্যায় ও অজিত মাইতির একসঙ্গে সোফায় বসা একটি ছবি। ছবির ব্যাকড্রপে ছিল তৃণমূলের লোগো। সেই থেকেই হিরণের দলবদলের জল্পনা আরও দৃঢ় হয়। প্রথমে মুখ না খুললেও পরবর্তীতে সাংবাদিক বৈঠক করে হিরণ দাবী করেন যে সেই ছবিটি ভুয়ো। প্রযুক্তি ব্যবহার করে তাঁর মুখ বসানো হয়েছে ওই ছবিতে। এরকম আরও অনেক কিছুই প্রকাশিত হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
তাঁর এই দাবীর পর ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা অজিত মাইতি। তাঁর কথায়, “অভিষেকের সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তার অডিও ফাঁস করে দিলেই সব বোঝা যাবে। তৃণমূলে যোগদানের জন্য মরিয়া ছিলেন হিরণ। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ পর্যন্তও পৌঁছে যেতে চেয়েছিলেন। বলেছিলেন, তিনি বিজেপিতে মানিয়ে নিতে পারছেন না। কিন্তু অভিষেক তাঁর আবেদন স্পষ্ট খারিজ করে দিয়েছেন”। অজিত মাইতির দাবী, হিরণ এরপরই সুযোগ বুঝে সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে নিয়ে বিষোদগার করেছেন।
গতকাল, রবিবার সন্ধ্যেয় দাসপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেখানে অজিত মাইতির এহেন মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “উনি চাইলে অডিও ফাঁস করুন না। সবাই সব জানবে”। এদিন হিরণের আরও অভিযোগ করেন যে বিজেপির বিধায়ক হওয়ার পরই তাঁর কাছে আর সিনেমার অফার নেই। টলিউডের তৃণমূল ঘনিষ্ঠ প্রযোজকরা কাজে নিতে চান না তাঁকে।
হিরণের এহেন অভিযোগেরও পাল্টা জবাব দেন অজিত মাইতি। বলেন, “উনি কাজ পাওয়ার যোগ্যতা হারিয়েছেন, তাই কাজ পান না। মিঠুন চক্রবর্তী তো তৃণমূল করেন না। উনি তো সিনেমায় দিব্যি কাজ করছেন”।