রাজ্য

“রাজ্যে দুর্ঘটনা ঘটলেই মমতা অপরকে দোষারোপ করেন, বাংলায় পিসি ব্যর্থ”, মমতাকে টুইটে কটাক্ষ মালব্যর

স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু দমকলকর্মী। এই ঘটনায় ইতিমধ্যেই ঘুরপথে রেলের বিরুদ্ধে মামলা দায়ের করতে তৎপর দমকল। এরই মধ্যে এই ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটে বিঁধলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় লিফটের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। দমকলকর্মীদের প্রশিক্ষণের অভাব ছিল কী ন, এ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বন্ধ লিফটের মধ্যেই পাওয়া গিয়েছে দমকলকর্মীদের ঝলসানো দেহ। গতকাল রাতে স্ট্র্যান্ড রোডের এও অগ্নিকাণ্ডের ঘটনায় ঠাঁয় দার‍্যে থেকে পর্যবেক্ষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেছেন যে এই ঘটনা নিয়ে রাজনীতি করবেন্না। কিন্তু এতগুলো প্রাণ চলে গেল, বলতে বলতে গলাও ধরে আসে তাঁর।

আরও পড়ুন- ব্রিগেডের ১১ দিনের মাথায় ফের রাজ্যে মোদী, জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি

তবে আজ মঙ্গলবার সকালেই এই ঘটনা নিয়ে শুরু হল কেন্দ্র-রাজ্য সংঘাত। দমকল বহুতলের মালিকের বিরুদ্ধে হেয়ার স্ট্রীট থানায় মামলা দায়ের করেছে। ওই বহুতলের মালিক আসলে ভারতীয় রেল। অর্থাৎ, ঘুরপথে রেলের বিরুদ্ধেই মামলা দায়ের করা হল।

এই মধ্যে রাজ্য সরকারকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন অমিত মালব্য। টুইটে তিনি লেখেন, “যখনই পশ্চিমবঙ্গে কোনও দুর্ঘটনা ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অপরকে দোষারোপ করেন। তিনি ২০১৬ সালে ব্রিজ দুর্ঘটনা ও আমরি অগ্নিকাণ্ডের জন্য সিপিএমকে দায়ী করেন। ধূলাগড় দাঙ্গার জন্য সোশ্যাল মিদিয়াকে এবং এই অগ্নিকাণ্ডের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়ী করছেন”।

অন্য একটি টুইটে পার্কস্ট্রীটের অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি লেখেন, “২০১০ সালের মার্চ মাসে পার্কস্ট্রীট অগ্নিকাণ্ডের পর তিনি অগ্নিনির্বাপক পরিকাঠামো ও ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রটোকলকে দায়ী করেছিলেন। কিন্তু ১০ বছর পরেও অগ্নি সুরক্ষা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এর একবার রাজ্যের উদাসীনতার বলি হলেন মানুষ”।

আরও একটি টুইটে মালব্য লেখেন, “পশ্চিমবঙ্গের এখন একটি অতি সক্রিয় ডিজাস্টার ম্যানেজমেন্ট নীতি, স্থানীয় মানুষের সহায়তা, পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রাদির প্রয়োজন। একটি স্বচ্ছ ও সুদক্ষ নীতি ও বহুতলগুলির অগ্নি ব্যবস্থাপনা শংসাপত্র দরকার। পিসি বাংলায় ব্যর্থ”।

আরও পড়ুন- ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায় 

স্ট্র্যান্ড রোডের এ অগ্নিকাণ্ডের ঘটনায় রেলের দিকে আগুন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “এটা রেলের জায়গা। কিন্তু কেউ আসেনি। সুজিত আমাকে জানিয়েছে, বিল্ডিং-এর নকশা চাওয়া হয়েছিল। সেটা পেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হত। কিন্তু, সে ক্ষেত্রে সহযোগিতা মেলেনি”।

Back to top button
%d