রাজ্য

একুশে বঙ্গ বিজয় নিশ্চিত! ফের ভোটমুখী বাংলায় প্রচারে আসছেন ‘ক্যাপ্টেন’ মোদী

বিজেপিই এবার বাংলা শাসন করবে। আমাদের জয় একপ্রকার নিশ্চিত। এমনটাই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের নেতাদের নিজেদের মতো করে প্রচারে নেমে পড়ার নির্দেশ‌ও দিয়েছিলেন তিনি। তবে বাংলা জয় যে তাঁর কাছে বিশাল গুরুত্বপূর্ণ তা ফের বুঝিয়ে দিয়ে রাজ্যে আসছেন বিজেপির ক্যাপ্টেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!

একুশের প্রচারে কোন‌ও ফাঁক রাখতে চাইছেন না তিনি।রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ২দিন করে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ্। তারপর‌‌ই আসছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রসঙ্গত আগামীকাল অর্থাৎ ১৪ই মার্চ রবিবাসরীয় বঙ্গে আসছেন অমিত শাহ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রোড শো করার কথা রয়েছে তাঁর। এরপর খড়্গপুর সদরে বিজেপির তারকা প্রার্থী হিরণের সমর্থনে রোড শোয়ে অংশ নেবেন শাহ্। পরেরদিন অর্থাৎ ১৫ই মার্চ, সোমবার, বাঁকুড়ায় খাতরার রানিবাঁধে যাবেন তিনি।

আরও পড়ুন-কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

শাহ্ ফিরতেই রাজ্যে আসছেন মোদী। ৭ই মার্চের ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের বঙ্গ সফরে মোদী। ১৮ মার্চ, বৃহস্পতিবার, রাজ্যে আসছেন তিনি। বঙ্গ বিজেপি সূত্রে খবর, ১৮ই মার্চ পুরুলিয়ায় যাবেন তিনি। তারপর একদিন বাদে ফের ২০ তারিখে, শনিবার, আবার নির্বাচনী প্রচারে বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী। ২০ মার্চ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাঁর কর্মসূচি রয়েছে। এমনটাই জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: