রাজ্য

WB Election 2021: নন্দীগ্রামকাণ্ডে নয়া মোড়! পুলিশ সুপারের কাছে আরও বিস্তারিত রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

‘আহত হওয়ার দিন মুখ্যমন্ত্রী কখন বেরিয়েছিলেন? কোন কোন মন্দির দর্শনে গিয়েছিলেন? তাঁর সঙ্গে মোট কতজন নিরাপত্তারক্ষী ছিল? নন্দীগ্রামের ঘটনায় পুফ্রব মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে আরও বিস্তারিত রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। এর জন্য সময় দেওয়া হয়েছে ২৪ ঘণ্টা। এর আগে পুলিশ সুপার নির্বাচন কমিশনের কাছে ৮ পাতার একটি রিপোর্ট জমা করেন।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাই হয়েছে, এই তত্ত্বেই অনড় রয়েছে তৃণমূল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পূর্বপরিকল্পিত আঘাত করা হয়েছে। এখন আইনশৃঙ্খলা রয়েছে নির্বাচন কমিশনের অধীনে। উপযুক্ত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে। ডিজিকে বদল করল কমিশন। প্রশাসনকে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন করার চেষ্টা চালানো হচ্ছে”।

আরও পড়ুন- নির্বাচনের দোরগোড়াতেও ভাঙন অব্যাহত, গেরুয়া শিবিরে যোগ দিলেন খড়গপুরের একঝাঁক তৃণমূল নেতা 

এরপরই শাসকদলকে কড়া চিঠি পাঠায় নির্বাচন কমিশন। শুধু তাই-ই নয়, দিল্লি থেকে মুখ্যসচিব ও বাংলার দায়িত্বপ্রাপ্ত দু’জন বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট তলব করে কমিশন। সেই রিপোর্ট অনুযায়ী, গাড়ির দরযা বন্ধ হয়ে মমতার পায়ে চোট লেগেছে। বাইরে খুব ভিড় ছিল, দরজা বন্ধ হল কী করে? সেই তথ্য ওই রিপোর্টে নেই।

তবে চোর লাগার পর গাড়িতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে কয়েকজন তাঁকে ধাক্কা মারে। এই কারণে, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। মুখ্যসচবের রিপোর্টে সেই অভিযোগ মান্যতা পেল না। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন- নির্বাচনের আগে ফের বড় ধাক্কা, দলের ১০ জন প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলেন মমতা

এর আগে এই ঘটনায় নির্বাচন কমিশনকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ৮ পাতার একটি রিপোর্ট জমা করেন। এবার ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচী ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব করল কমিশন। বারবার মুখ্যমন্ত্রীর কর্মসূচী বদল ও আগের থেকে খবর না থাকায় মুখ্যমন্ত্রীকে যে নিরাপত্তা দিয়ে সমস্যা হয়েছিল, তা মুখ্যসচিবের রিপোর্টে বেশ স্পষ্ট।

Back to top button
%d bloggers like this: