রাজ্য

WB Election 2021: বঙ্গ বিজেপি নেতাদের জরুরী তলব শাহ্’র, বদল সফরসূচিতে, কলকাতায় বৈঠক আজ

গতকালই বিজেপির তরফে তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার, দিল্লিতে জে পি নাড্ডার বাসভবনে বাংলার বিজেপি নেতাদের নিয়ে বৈঠক সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু আবার আজ, সোমবার সন্ধ্যায় ফের বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের তলব করলেন শাহ। কিন্তু ঠিক কী বিষয়ে তিনি বৈঠক করবেন, তা এখনও জানা যায়নি।

গত রবিবারই বাংলায় এসেছেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা চলে যান খড়গপুরে। সেখানে খড়গপুরের প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে রোড শো করেন তিনি। এরপর আজ মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে করেন দীর্ঘ বৈঠক। আজ, সোমবার সকালে  ঝাড়গ্রাম ও বাঁকুড়ার রানীবাঁধে সমাবেশ করেন তিনি। এরপর কলকাতা বিমানবন্দরে ফিরে অসম যাওয়ার কথা ছিল তাঁর। গুয়াহাটির টাউন হলে একটি কর্মসূচী ছিও শাহ্‌র। এরপর আজ রাতেই দিল্লি ফিরে যাওয়ার কর্মসূচী ছিল শাহ্‌’র।

আরও পড়ুন- দল সম্মান দেয়নি, মমতার জন্য মঞ্চে নেচেছি, রাগে, ক্ষোভে তৃণমূল ছাড়লেন তারকা নেত্রী

কিন্তু সেই কর্মসূচীতে ঘটল বদল। বাতিল হল অসমের কর্মসূচীও বিজেপি সূত্রের খবর, আজ সন্ধ্যায় বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে বসবেন শাহ। সেক্ষেত্রে হোটেলের বদলে বিমানবন্দরেও হতে পারে বৈঠক। শাহ্‌’র সঙ্গে একই হেলিকপ্টারে কলকাতায় ফেরেন দিলীপ। এরপর সন্ধ্যায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের তলব করা হয়।

গতকাল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে বেশ ক্ষোভ ছড়িয়েছে চারিদিকে। হুগলির চুঁচুড়াতে লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুবীর নাগ। বেহালা পূর্বতে শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী না করায় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিকে, বাবুল সুপ্রিয় সাংসদ হওয়া সত্ত্বেও কেন তাঁকে টালিগঞ্জ থেকে প্রার্থী করা হল, এ নিয়েও অসন্তোষ ছড়িয়েছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

মনে করা হচ্ছে, এই বিশৃঙ্খলা রুখতে ও কীভাবে তা সামাল দেওয়া যায়, তা বাতলাতেই আজকের এই বৈঠক। দ্বিতীয় ও তৃতীয় দফার বাকী ১২টি আসনের প্রার্থীও তাড়াতাড়িই ঘোষণা করবে বিজেপি। সেই সময় জতে এখনকার মতো পরিস্থিতি তৈরি না হয়, এ কারণেই আগাম সতর্কতা জারি করবেন অমিত শাহ, এমনটাই মনে করা হচ্ছে।

Back to top button
%d