রাজ্য

রাজ্যজুড়ে অগ্নিকাণ্ডে দমকল কর্মীদের মৃত্যুর জন্য সুজিত বসু দায়ী! অভিযোগ বিজেপি’র

কদিন আগেই বিধ্বংসী আগুনে প্রাণ গেছে ৯ জনের। তার মধ্যে ফায়ার ব্রিগেডের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অফিসারও আছেন। দোষারোপ পাল্টা দোষারোপও শুরু হয়ে গিয়েছে তখন থেকেই। ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থা, ফায়ার অ্যালার্ম-সহ নানা পরিকাঠামো নিয়ে অভিযোগ উঠেছে। পাশাপাশি লিফ্ট দিয়ে ওপরতলায় ওঠার সিদ্ধান্ত ও ইলেক্ট্রিক চালিত লিফ্ট কীভাবে সচল ছিল তা নিয়েই যাবতীয় বিতর্কের সৃষ্টি হয়েছে। বহুতল এই ভবনে ফায়ার লিফ্ট থাকলে এধরনের দুর্ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মহানগরের স্ট্র্যান্ড রোডে রেলের কয়লাঘাটের ১৩তলায় আগুন লাগার ঘটনায় এভাবেও প্রাণহানির ঘটনা ঘটতে পারে তা কেউ কল্পনা করতে পারেননি। কিন্তু আগুন নেভানোর কাজ করতে গিয়ে যে ভাবে লিফ্টের মধ্যে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। 

আর আজ সোমবার সাংবাদিক সম্মেলনে রাজ্যে বিভিন্ন অগ্নিকাণ্ডের জন্য দমকল মন্ত্রী সুজিত বসুকেই দায়ী করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

আর‌ও পড়ুন-মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

আর এই জন্য তিনি দমকলের নিয়োগ প্রক্রিয়াকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, ‘মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’ নিজের বক্তব্যে তিনি বলেন, বিগত তিন বছরে ৫ জন দমকল কর্মীর মৃত্যু হয়েছে। অক্সিলিয়ারি ফায়ার অপারেটর পদের নিয়োগ করে অগ্নিকাণ্ডে এই কর্মীদের সব জায়গায় আগে এগিয়ে দেওয়া হয়।

তবে বিজেপির এই অভিযোগের পর তৃণমূল বা রাজ্য সরকারের তরফে এখন‌ও কোনও পাল্টা জবাব দেওয়া হয়নি।

Back to top button
%d bloggers like this: