রাজ্য

‘সকলকে নিয়ে চলতে হবে, নিয়ম মেনে রাজনীতি করুন’, পঞ্চায়েত ভোটের আগে দলের কোন্দল সামলাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া ধমক শাহ্‌’র

গতকাল, শুক্রবার রাতে কলকাতা আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন বিজেপির সদর দফতরে দলীয় কোন্দল নিয়ে বার্তা নিয়ে আজ, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখোমুখি হবেন তিনি পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে। শাহ আসার আগেই বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষের (Dilip Ghosh) মধ্যে যে তরজা শুরু হয়েছে, তাতে যে দল বেশ অস্বস্তিতে পড়েছে, তা বেশ স্পষ্ট। এদিন বিজেপির রাজ্য সদর দফতরে জরুরি ভিত্তিতে ডাকা বৈঠকে দলের কোন্দল নিয়ে রীতিমতো বঙ্গ বিজেপির নেতাদের ধমক দিলেন শাহ।

শুক্রবার গভীর রাত পর্যন্ত দলের কোন্দল দিয়ে আলোচনার পরআজ, শনিবার বেলা ১১টায় শাহ যান নবান্নে। দুপুর ১টা পর্যন্ত বৈঠক চলবে। এরপর আধঘণ্টা রিজার্ভ রাখা হয়েছে। ওই সময় শাহ মমতার সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন বলেও জল্পনা রয়েছে। আজকের এই বৈঠকে থাকতে পারেন ওড়িশার মুখ‌্যমন্ত্রী নবীন পট্টনায়েক, বিহারের উপমুখ‌্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ‌্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও। বৈঠকে আন্তঃরাজ‌্য সীমান্ত সংক্রান্ত যাবতীয় সমস‌্যা নিয়েই আলোচনা হবে। নিরাপত্তা, চোরাচালান, পরিবহণ, বিদ্যুৎ-সবই রয়েছে তালিকায়।

শুক্রবার রাতে বিজেপি সদর দফতরের বৈঠকে বিজেপি নেতারা শাহ্‌’র তোপের মুখে পড়েন। বিগত বেশ কিছুদিন ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মধ্যে একটা তরজা চলছে। একে অপরকে আক্রমণ করছেন তারা। তা নিয়ে কড়া বার্তা দেন শাহ। পঞ্চায়েত ভোটের আগে দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে চাইছেন শাহ।

গতকাল, শুক্রবার বিমানবন্দর থেকেই রাজ‌্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে নিজের গাড়িতে তুলে নেন শাহ। গাড়িতেই শুভেন্দু-সুকান্তর সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন তিনি। পরে রাজ‌্য দফতরে নেতাদের সামনে বেশ কড়া মেজাজে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

এদিন পার্টি অফিসের নিচে মিডিয়া রুমেই বৈঠকে বসেন শাহ। বৈঠকে ছিলেন পর্যবেক্ষক সুনীল বনশল, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, আশা লকরা-সহ ১৮ জন। এছাড়াও ছিলেন নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, সতীশ ধন্দ, অমিতাভ চক্রবর্তী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, খগেন মুর্মু, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন।

এদিন তারিখ বিতর্ক নিয়ে শাহ কিছু বলেছেন কী না জানতে চাওয়া হলে দিলীপ কিছুটা শুভেন্দুর দিকে ইঙ্গিত করে শ্লেষপূর্ণভাবে বলেন, ‘‘অমিত শাহ অতীতে কখনও মুরলীধর সেনের রাজ‌্য দপ্তরে আসেননি। ডিসেম্বর মাসেই তিনি এলেন। ডিসেম্বরে কী হয়, সেটাই দেখার ছিল”।

রাজ‌্য দফতরে বৈঠকের পর শাহ শুভেন্দু ও সুকান্তকে গাড়িতে নিয়ে হোটেলে চলে যান। রাতে হোটেলেও কয়েক দফা বৈঠক হয়। সূত্রের খবর, রাতের সেই বৈঠকে বঙ্গ বিজেপির ক্ষোভ-বিক্ষোভ ও কোন্দল নিয়ন্ত্রণে ব‌্যবস্থা নেওয়ার জন‌্য সুকান্তদের বলেন তিনি। মিলেমিশে সকলকে নিয়ে চলার কথা বলেন। শুভেন্দুকে সাফ বলে দেন, দিল্লির নির্ভরতা ছাড়তে হবে।

Back to top button
%d bloggers like this: