রাজ্য

‘ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকা পার্থরই, ওঁর কর্মীরা এসে রেখে যেতেন’, ইডি-র ম্যারাথন জেরার মুখে ভেঙে পড়লেন অর্পিতা

একের পর এক ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে থরে থরে টাকা। কোনও ফ্ল্যাট নাকি আলিবাবার গুহা, তা যেন বোঝার উপায় নেই। দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট মিলিয়ে ইতিমধ্যেই ৫০ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। আর এসবের মধ্যেই ইডির ম্যারাথন জেরার মুখে পড়ে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা। আর দিলেন এক চাঞ্চল্যকর তথ্য।

একদিকে রাতে যখন কুবেরের খাজানার গণনা চলছিল, সেই সময় গোটা বাংলা যেন উত্তেজনায় রাত জাগছিল। ঠিক সেই সময়ই আবার অন্যদিকে সিজিও কমপ্লেক্সে চূড়ান্ত ব্যস্ততা ম্যারাথন জেরা করা হচ্ছিল অর্পিতা মুখোপাধ্যায়কে। এই ৫০ কোটিরও বেশি নগদের মালিক ও উৎস সন্ধানে ইডি আধিকারিকদের লাগাতার প্রশ্নের মুখে ভেঙে পড়লেন বেলঘরিয়া ও টালিগঞ্জের মিনি ব্যাঙ্ক ফ্ল্যাটের মালকিন।

ইডি সূত্রে খবর, “টাকা কার স্বীকার করেছেন অর্পিতা। বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী জানিয়েছেন, ওই টাকা আমার নয়। ওই রুমে আমার যাওয়া বারণ ছিল। টাকা রাখা হত জানতাম কিন্তু এত টাকা ছিল তা জানতাম না”।

সূত্রের খবর, জেরার মুখে অর্পিতা এও জানিয়েছেন যে ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। তাক্র কর্মীরা এসে ফ্ল্যাটের ওই নির্দিষ্ট ঘরে টাকা রেখে যেত। অর্পিতার কথায়, ওই ঘরে টাকা রাখা হয়, তা তিনি জানতেন। কিন্তু এত বিপুল পরিমাণ টাকা যে ছিল, তা তাঁর জানা ছিল না। তিনি জেরায় এও জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় মাঝেমধ্যেই ওই নির্দিষ্ট ঘরে যেতেন তবে তাঁর ওই ঘরে যাওয়া বারণ ছিল।

বলে রাখি, গত শুক্রবার রাতে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা ও গয়না। এরপর গতকাল, বুধবার অর্পিতার রথতলার ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখান থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। তা কুবেরের ধন বললেও ভুল বলা হবে নাা।

সূত্রের খবর অনুযায়ী, সে নগদ টাকার পরিমাণ আনুমানিক ৩০ কোটির কাছাকাছি। ফ্ল্যাটের বাথরুম ও ওয়ার্ড্রোব থেকে উদ্ধার হয়েছে মুঠো মুঠো রূপোর কয়েন, ৬ কেজিওর বেশি সোনার বাঁট ও ৫০ গ্রাম ওজনের ছয় ছয়টি সোনার বালা। যার আনুমানিক মূল্য ৪.৩১ কোটি টাকা। এছাড়া মিলেছে প্রায় ১ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথি সহ একাধিক দলিল, গুরুত্বপূর্ণ কাগজ এবং হার্ডডিস্কও মিলেছে।

Back to top button
%d bloggers like this: