রাজ্য

নিন্দনীয়! কাকা মূক-বধির, কাকিমাকে বারবার কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত যুবকের, প্রস্তাবে রাজি না হওয়ায় কাকিমাকে বেধড়ক মারধর

কাকা একজন জনমজুর তবে মূক ও বধির। বাড়িতে কাকিমা একাই থাকেন। সেই সুযোগে কাকিমাকে বারবার কুপ্রস্তাব দিত ভাসুরপো। আর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মদ্যপ অবস্থায় কাকিমাকে বেধড়ক মারধর করল যুবক। স্ত্রীকে বাঁচাতে গিয়ে মার খেলেন মূক-বধির স্বামীও।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার খেজুর গ্রামে। সোমবার রাতে ঘটে এই ঘটনা। এরপর গতকাল, মঙ্গলবার প্রহৃত ওই মহিলা তাঁর ভাসুরপো কার্তিক দাসের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, খেড়ুর গ্রামের বাসিন্দা বছর তিরিশের ওই বধূ ও তাঁর স্বামী দুজনেই জনমজুরির কাজ করেন। তাদের বাড়ির পাশেই ওই মহিলার ভাসুরের বাড়ি। ভাসুরের ছেলে কার্তিক বিবাহিত। কিন্তু মাস পাঁচেক আগে কার্তিককে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছেন তার স্ত্রী।

মহিলার অভিযোগ, কার্তিকের স্ত্রী চলে যাওয়ার পর থেকেই সেই কুপ্রস্তাব দিতে থাকে তাঁকে। একাধিকবার কুপ্রস্তাব দেওয়ার পর তার ভাসুরকে এই বিষয়টি জানান ওই মহিলা। কার্তিকের কৃতকর্মের জন্য তার বাবা মা অপমানও করেন। কিন্তু এরপরও কার্তিকের ওই ধরনের আচরণ বন্ধ হয়নি বলে অভিযোগ মহিলার।

তিনি জানান, সোমবার ভাতার বাজারে রোড শো ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে তাদের পাড়ার অনেক বাড়িতেই লোকজন কম ছিল। সেদিনই কাকার বাড়ি যায় কার্তিক। আর গিয়ে ফের উত্যক্ত করতে থাকে কাকিমাকে। কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ।

ওই মহিলা জানান যে তিনি কার্তিককে বলেন তার এই আচরণের কথা তিনি পুলিশকে জানাবেন। এই হুঁশিয়ারি শোনার পরই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে কার্তিক। অভিযোগ, একটি লাঠি তুলে কাকিমাকে মারধর করতে থাকে সে। মহিলার স্বামী সেই সময় বাড়ি ছিলেন। তিনি কার্তিককে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করে কার্তিক।

মহিলা ও তাঁর স্বামী কোনওরকমে ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাঁচান নিজেদের। মহিলার কথায়, তখনও কার্তিক বেশ কিছুক্ষণ তাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। মহিলা লোকজন ডাকাডাকি করেন। কার্তিক চলে গেলে পাড়া-প্রতিবেশীদের কার্তিকের কাণ্ডের কথা জানান মহিলা। গতকাল, মঙ্গলবার কার্তিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্তকে খোঁজা হচ্ছে।

Back to top button
%d bloggers like this: