‘আপনার মক্কেল তো ভিআইপি, আপনার গর্ব হওয়া উচিত তো’, অনুব্রতর আইনজীবীকে মজার ছলে খোঁচা হাইকোর্টের বিচারপতির

গতকাল, শুক্রবাএ ফের একবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের (bail) মামলা পিছিয়ে গেল। এদিন কেষ্টর আইনজীবীর সঙ্গে বেশ মশকরা করেই হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Jaymalya Bagchi) বললেন, “আপনার মক্কেল তো ভিআইপি, আপনার গর্ব হওয়া উচিত তো”। এর পাশাপাশি দুবরাজপুর থানায় (Dubrajpur Police Station) অনুব্রতর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কেস ডায়েরি চান তিনি। আগামী ৩রা জানুয়ারি ফের এই মামলার শুনানি রয়েছে।
গতকাল, শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি ছিল। এদিন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি মজা করে বলেন, “কেন্দ্র ও রাজ্য উভয়ে তাঁর (অনুব্রত মণ্ডল) বিরুদ্ধে তদন্ত করতে চায়। আপনার মক্কেল এত ভিআইপি, আপনার গর্ব হওয়া উচিত”।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। আর তাঁর সেই প্রভাবশালী তত্ত্বই তাঁর জামিনের পথে বারবার বাধা হয়েছে। এদিন বিচারপতি যে মজার ছলে কথাবার্তার মাধ্যমে সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন, তা আর বুঝতে কারোর বাকি নেই। আগামী ৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
বলে রাখি, গত আগস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। এরপর থেকেই তাঁর নানান বেনামী সম্পত্তির হদিশ মিলতে থাকে। গত সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট রায় দেয় যে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। কিন্তু সেখানেও বাধা।
এই রায়দানের ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই অনুব্রতর বিরুদ্ধে দলীয় কর্মীকে গলা টিপে খুন করার চেষ্টা করার অভিযোগ দায়ের হয়। সেই ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে দুবরাজপুর পুলিশ। আদালতের নির্দেশে আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন কেষ্ট। আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত তাঁকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না। শুক্রবার এই মামলারই কেস ডায়েরি চায় হাইকোর্ট। এর পাশপাশি সিবিআই আদালতে বিচারপতির হুমকি চিঠি পাওয়ার প্রসঙ্গ তুলে বিচারপতি জানতে চান যে এই বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।