পুজোর আগে হাসি ভোজনরসিকদের মুখে! সীমান্ত পেরিয়ে ৪০ হাজার কিলোগ্রাম পদ্মার ইলিশ এল বঙ্গে, কবে থেকে বাজারে মিলবে?

পুজোর আগে হাসি ফুটল বাঙালির মুখে। ভোজনরসিক বাঙালির পাতে এবার পড়বে পদ্মার ইলিশ। গতকাল, বৃহস্পতিবার মোট ১৩টি ট্রাকে করে ৪০ থেকে ৪৫ টন রুপোলী শস্য বঙ্গে পাঠাল বাংলাদেশ সরকার। জানা গিয়েছে, এই এক একটি মাছের ওজন ৭০০ গ্রাম থেকে ১.৫ কেজির মধ্যে।
গত কয়েক বছর ধরে বাংলায় আসছিল না পদ্মার ইলিশ। বাংলাদেশের বাজারে ইলিশের চাহিদার কারণে তা রফতানি বন্ধ করে দিয়েছিল প্রতিবেশী রাষ্ট্র। তবে এবার চার বছর পর ফের বঙ্গে ঢুকল পদ্মার রুপোলী শস্য। পুজোর আগে এক বড় উপহার তা বাংলার জন্য।
জানা গিয়েছে, বাংলাদেশ সরকারের তরফে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি মিলেছে। বঙ্গে দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশের ৭৯ টি সংস্থা ইলিশ রফতানি করবে এ দেশে ৷ একজন রপ্তানিকারী ৫০ টন করে ইলিশ রফতানি করতে পারবে বলে খবর ৷ মোট ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানি হবে পশ্চিমবঙ্গ ৷ এই রফতানির কাজ চলবে ৩০ অক্টোবর পর্যন্ত ৷
কবে থেকে বাংলার বাজারে মিলবে পদ্মার ইলিশ?
গতকাল যে ইলিশ বঙ্গে ঢুকেছে, তা শনিবারের মধ্যেই পাইকারি বাজারে মিলবে বলে আশা করা যাচ্ছে। প্রথমের দিকে ইলিশের দাম একটু বেশির দিকেই থাকতে পারে। এক কেজি ইলিশ পাইকারি বাজারে মিলতে পারে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে। তবে পরবর্তীতে জোগান বাড়লে দাম একটু কমতে পারে বলে অনুমান।
এদিন সীমান্ত পেরিয়ে পেট্রাপোল বন্দরে ইলিশ ঢুকতেই বন্দরের ব্যবসায়ী-সহ সেখানকার মানুষজনদের মধ্যে তুমুল উৎসাহ দেখা যায়৷ তাদের কথায়, “বছরভর অপেক্ষা করে থাকি বাংলাদেশের ইলিশের জন্য ৷ পুজোর আগে মাছ এল, এতে আমরা ভীষণ খুশি”।
বলে রাখি, ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলায় পদ্মার ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার। ২০১৯ সালে ফের তা শুরু হয়। ২০২০ সালে দুর্গাপুজোর আগে প্রায় ৫০০ মেট্রিক টন পদ্মার ইলশ আসে বাংলায়।