রাজ্য

‘বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আয়, নাহলে গুলি-বোমা মেরে উড়িয়ে দেব’, বিজেপি নেতাকে হুমকির ফোন, হইচই রায়গঞ্জে

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এর আগেই বেশ উত্তপ্ত বঙ্গ রাজনীতি। নির্বাচনের আগে ফের শুরু হয়েছে দলবদলের হিড়িক। আর এরই মধ্যে দলবদল করার জন্য ফোনে হুমকি দেওয়া হল বলে খবর। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে রায়গঞ্জের বাহীন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরের বাসিন্দা তথা বিজেপির সংখ্যা মোর্চার জেলা সম্পাদক আব্দুর রউফের (Abdur Rouf) কাছে একটি অচেনা নম্বর থেকে হুমকির ফোন আসছে। তাঁকে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য জোরাজুরি করা হচ্ছে বলে দাবী করেছেন ওই বিজেপি নেতা। এমনকি, বিজেপি না ছাড়লে তাঁকে গুলি-বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও (threat call) দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে পুলিশে অভিযোগ জানিয়েছেন আব্দুর রউফ।

এই ঘটনায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। অন্যদিকে, তৃণমূলের দাবী, দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জের রাজনীতিতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, আব্দুর রাউফের দাবী তাঁর কাছে বিগত কয়েকদিন ধরেই ফোনে হুমকি আসছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার। এমনকি, দলবদল না করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবী বিজেপি নেতার।

শুধু তাই নয়, এও অভিযোগ উঠেছে যে যদি বিজেপির কোনও কর্মসূচি এলাকায় করা হয়, তাহলে সেখানে বোমা মারা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে আতঙ্কিত ওই বিজেপি নেতা রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে অচেনা ব্যক্তির সঙ্গে আব্দুর রউফের একটি ফোনালাপের রেকর্ডিং সামনে এসেছে।

ওই ফোন রেকর্ডিংয়ে অচেনা ওই ব্যক্তিকে স্পষ্ট বলতে শোনা গিয়েছে, “তুই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আয়। তুই আমাকে চিনিস না। আমি কী করতে পারি জানিস না। তুই তৃণমূলে না এলে আমি তোকে দেখে নেব। তুই কোথায় থাকিস না থাকিস সব জানি”। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। তবে আব্দুর রউফের সাফ দাবী, “আমার মনে হয় এটা তৃণমূলই করছে। সে কারণেই বাবরাব তৃণমূলে চলে আসার কথা বলছে”।

এই ঘটনার পুর্ণাঙ্গ তদন্তের দাবী করেছেন বিজেপির জেলা সহ-সভাপতি নিমাই কবিরাজ। তিনি বলেন, “কোনও পার্টি থেকে আমাদের কাউকে নিয়ে আসতে হয়। মানুষ তৃণমূলের সঙ্গে আছে বলে ২১৩টা আসন আমরা পেয়েছি। তবে অভিযোগ উঠছে তার জন্য থানা আছে, প্রশাসন আছে। সেখানে তিনি অভিযোগ জানালেই প্রশাসন ব্যবস্থা নেবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন আসছে। তাই এরকম নানা চক্রান্ত তৃণমূলের বিরুদ্ধে হবে। এটা মাথায় রাখতে হবে”।

Back to top button
%d