রাজ্য

একদা ছায়াসঙ্গী! ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি মুখ খুললে বিস্ফোরণ হয়ে যাবে’: সোনালী উবাচ

যেখানে মমতা সেখানে সোনালী। মমতার থেকে তাকে দূর করা কার্যত অসম্ভব ছিল।‌ একসঙ্গে থাকা খাওয়া সব।

নিজেই বলেছেন এখন‌ও মমতার বাড়িতে খুঁজলে তাঁর দু একটা জামা কাপড় পাওয়া যেতে পারে। আর এহেন সোনালী গুহকেই টিকিট দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে টিকিট না পেয়ে সোমবার দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন মমতার অন্যতম সৈনিক সোনালী গুহ। সিঙুর হোক বা নন্দীগ্রাম, যেখানে মমতা সেখানে সোনালী।

আরও পড়ুন BREAKING: যিশু সেনগুপ্তও কী এবার বিজেপিতে? রুদ্রনীলের ছবিতে বাড়ছে জল্পনা

আর এবার সেই তিনিই বিজেপিতে যোগদান করে বোমা ফাটালেন তাঁর প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে। সাতগাছিয়ার বিদায়ী বিধায়কের হুঁশিয়ারি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি মুখ খুললে বিস্ফোরণ হয়ে যাবে।’

গতকাল অর্থাৎ মঙ্গলবার এক সাক্ষাৎকারে সোনালী জানিয়েছেন, ‘দলের সঙ্গে সম্পর্ক অনেক দিন ধরেই ভাল নয়। সওকত মোল্লাকে আমার বিধানসভা এলাকার পর্যবেক্ষক নিয়োগ করেছিল দল। দলের স্বার্থে তাও মেনে নিয়েছিলাম।’

আরও পড়ুন –WB Election 2021: ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায় 

তিনি জানিয়েছেন, সাতগাছিয়া থেকে এবার জিতে জ্যোতিবাবুর রেকর্ড ছোঁয়ার ইচ্ছা ছিল। কিন্তু হল না।

সোনালী গুহ’র দাবি, ‘তৃণমূল হোক বা দিদির বিষয়ে আমি যতটা জানি, কেউ জানে না। আমি দিদির যতটা কাছে ছিলাম কেউ ছিল না। দিদি বা দল সম্পর্কে যা যা জানি সে সব বললে বিস্ফোরণ হবে। আমি ব্যক্তি আক্রমণ করতে চাই না। রাজনৈতিকভাবেই লড়বো। দল যা বলবে করবো।’

Back to top button
%d