রাজ্য

বিজেপিতে যোগ দেবেন? এবার স্পষ্ট জানালেন মহারাজ

সব জল্পনা সত্যি করে মহাগুরু মিঠুন চক্রবর্তী এখন বিজেপিতে। বাংলার আরেক দাদা সৌরভ চক্রবর্তী কোথায় যাবেন, সেই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে তুমুল আলাপ আলোচনা। এবার সৌরভ নিজেই স্পষ্ট জানালেন তিনি কোথায় যাচ্ছেন।

আরও পড়ুন – যিশু সেনগুপ্তও কী এবার বিজেপিতে?

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এখনো ধোঁয়াশা জারি করে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, জীবনে চলার পথে আমার সামনে অনেক সুযোগ আসে। এবার কোন সুযোগটাকে আমি গ্রহণ করবো আমি নিজেও জানিনা। দেখা যাক কী হয়!

আরও পড়ুন – বিজেপি ঝড়ে বেসামাল ঘাসফুল! শাসকদল ছাড়ার পথে এই দুই হেভিওয়েট নেতা

রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি জানিয়েছেন যে, তার জীবনটা নানারকম টুইস্টে ভরা। ফলে ভবিষ্যতে তার সঙ্গে কী হবে তিনি নিজেও জানেন না। তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা সেটাও এখনও স্পষ্ট করে বলছেন না। আবার বিজেপিতে যে নিজে একদমই আসবেন না সেই কথাও কিন্তু বলছেন না মহারাজ। এই নিজের বক্তব্য স্পষ্ট করলেও তার ভেতরের অন্তর্নিহিত অর্থ কিন্তু এইবারও স্পষ্ট করে জানালেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।

Back to top button
%d bloggers like this: