BIG NEWS: আজ কলকাতায় বৈঠক, কাল ঘোষণা প্রার্থী তালিকা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে BJP!

বঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল থেকে বিজেপি, সকলেই। টক্কর দিতে মাঠে নামছে আব্বাস সিদ্দিকীর দল এবং বাম কংগ্রেস শিবিরের জোট। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, এবার প্রার্থী ঘোষণার পালা। বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে ইতিমধ্যেই চলছে তুমুল শোরগোল। এরমধ্যেই জানা গেল আজ কলকাতার এক পাঁচতারা হোটেলে বসছে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক।
আরও পড়ুন – সামনে রাখা মদের বোতল, মদ্যপ অবস্থায় অশ্লীল নাচ তৃণমূল নেতার! অস্বস্তিতে শাসকদল
হাতে সময় খুব কম। এরমধ্যেই ঠিক করতে হবে যোগ্য প্রার্থী তালিকা। ইতিমধ্যেই ১৩০টি আসনের প্রার্থীদের নামের একটি তালিকা পৌঁছে গিয়েছে দিল্লির সদর দপ্তরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টিমও একটি সমীক্ষা করে নাম ইতিমধ্যেই পৌঁছে দিয়েছেন।
আরও পড়ুন – বিজেপি কর্মীর বাড়িতে হামলা তৃণমূলকর্মীদের, বৃদ্ধা মাকে খুনের হুমকি
আজকের বৈঠকে চলবে এই তালিকা নিয়ে কাটাছেঁড়া। আজকের বৈঠকে থাকছেন দলের কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, এছাড়াও থাকছেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, মুকুল রায়, দিলীপ ঘোষ। জোন পর্যবেক্ষক ছাড়াও থাকবেন তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মথুরাপুরের জেলা সভাপতিরা। দুই দফার প্রার্থী ঘোষণা হবে কাল। জানা যাচ্ছে, প্রার্থী তালিকাতে থাকতে পারেন অনেক তারকা। সব মিলিয়ে উত্তেজনা এখন তুঙ্গে।