WB Election 2021: প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজই বৈঠকে তৃণমূল, সদ্য দলে যোগ দেওয়া তারকারা পেতে পারেন টিকিট

গত শুক্রবারই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হাতে আর বেশি সময় নেই। আর মাত্র ২৬ দিন। ব্যস, তারপর ২৭শে মার্চ থেকেই শুরু হয়ে যাবে নির্বাচন। কিন্তু নির্বাচনে কে, কোথায় প্রার্থী হবে, সেই তালিকা এখনও প্রকাশ করেনি কোনও দলই। সাধারণত, নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ প্রকাশ করার আগামী কিছু ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা সামনে আনে তৃণমূল। কিন্তু এ বছর এর ব্যতিক্রম ঘটেছে।
তিনদিন কেটে গিয়েছে, কিন্তু এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল। তবে সূত্রের খবর অনুযায়ী, আজ সোমবার, তৃণমূলের নির্বাচন কমিটি এই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছে। এখনও পর্যন্ত কারা ভোটের টিকিট পাচ্ছেন, তা তারা নিজেরাও জানেন না। তাই, এই নির্বাচনে সব মন্ত্রী, বিধায়করা ভোটে লড়ার সুযোগ পাবেন কী না, তা অনেকটাই নির্ভর করছে কাউন্সিলরদের উপর।
আরও পড়ুন- সামনে রাখা মদের বোতল, মদ্যপ অবস্থায় অশ্লীল নাচ তৃণমূল নেতার! অস্বস্তিতে শাসকদল
জানা গিয়েছে, কোন কাউন্সিলর তাঁর বিধায়কের কাজ ও জনসংযোগের নিরিখে কত নম্বর দিচ্ছেন, সেই ভিত্তিতেই স্থির করা হবে যে সেই বিধায়ক নির্বাচনে লড়বেন কী না। এই সিদ্ধান্ত নেবেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে তৃণমূলের অন্দরের খবর, যেসমস্ত তারকারা সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন, তাদের মধ্যে একটা বড় অংশই ভোটের টিকিট পেতে চলেছে। দক্ষিণ কলকাতায় এবার বিশেষ নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এও জানা গিয়েছে যে উত্তর কলকাতায় প্রার্থী রদবদল ঘটতে পারে।
এই বছর, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে দফায় দফায়। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রথম দফা বা ২৭শে মার্চ যে তিরিশটি কেন্দ্রে ভোট হবে, সেই ৩০ জন প্রার্থীর নাম আগে ঘোষণা করা হবে। এই নাম আগামী দু-তিন দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন- ৭ই মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদীর হাত ধরেই কী তবে গেরুয়া শিবিরে সুজিত বসু? বাড়ছে উদ্বেগ
সূত্রের খবর অনুযায়ী, এই সিদ্ধান্ত নির্ভর করছে কোন কোন মন্ত্রী-বিধায়ক নিজের অঞ্চলে গত ৫ বছরে খুব ভালো কাজ করেছে, তার উপর। আবার তাদের কাজ খুব ভালো হলেই যে তারা ভোটে লড়তে পারবে, তা নয়। প্রশান্ত কিশোরের নিরিখে কোন বিধায়ক বা মন্ত্রী, কতটা যোগ্য, সেই অনুযায়ী হবে প্রার্থী নির্বাচন। যদি দেখা যায়, কোনও কাউন্সিলর বিধায়কের কাজে বা আচার-ব্যবহারে ততটা খুশি নয়, তাহলে সেই ব্যক্তি ভোটের প্রার্থী তালিকায় থাকবেন না।