রাজ্য

‘এনামুলের টাকা নিয়ে সিনেমা করেছেন দেব’, সরাসরি তৃণমূল সাংসদকে কটাক্ষ হিরণের, দুশ্চিন্তা প্রকাশ করলেন মিঠুনকে নিয়েও

একসময় গরু পাচার মামলায় (cattle smuggling case) নাম জড়িয়েছে তারকা সাংসদ দেব (Dev)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করায় তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন তিনি। এবার সেই দুর্নীতি প্রসঙ্গ টেনে দেবকে কটাক্ষ করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এর পাশাপাশি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ‘প্রজাপতি’ ছবিতে কাজ করায় তাঁকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেও হিরণ বলেন, “মিঠুনদাকে না বিপদে পড়তে হয়”।

আজ, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই সময় দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল নেতাদের আক্রমণ করেন তিনি। তারকা সাংসদ দেবকে সরাসরি নিশানা করেন। গরুপাচার মামলায় একটা সময়ে দেব তথা দীপক অধিকারীর নাম উঠে এসেছিল। অভিযোগ উঠেছিল, দেবের প্রযোজনা সংস্থায় এনামুলের টাকা রয়েছে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তারকা সাংসদকে। এদিন হিরণ বললেন, “এনামুলের থেকে টাকা নিয়েছেন দেব। যদি দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে জেলে যেতে হতে পারে”।

এরপরই মিঠুন চক্রবর্তীকে দুশ্চিন্তাও প্রকাশ করেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, “মিঠুনদা অত্যন্ত সৎ, সরল মানুষ। কিন্তু উনি দীপক অধিকারীর প্রযোজনা সংস্থায় প্রজাপতি সিনেমাটি করেছেন। ফলে দেব দোষী সাব্যস্ত হলে গোটা বিষয়টায় জড়িয়ে পড়বেন মিঠুন চক্রবর্তী। সেক্ষেত্রে আবারও তাঁকে টাকা ফেরত দিতে হতে পারে”।

এই প্রসঙ্গে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, “পুরোটাই প্রমাণ সাপেক্ষ। জ্ঞানত যদি কোনও ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে পদক্ষেপ করা উচিত”।

তবে রুদ্রনীল আরও বলেছেন যে, “সিনেমায় ব্যবহৃত সমস্ত টাকার উৎস জানা সব সময় সম্ভব নয়”। হিরণের এই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “প্রচারের আলোয় আসতে এসব করছেন হিরণ”।

Back to top button
%d bloggers like this: