রাজ্য

অপসারিত জেলা সভাপতি সন্দীপ নন্দীকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী করল বিজেপি! 

বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। অনেক জায়গাতেই সঠিক দাবিদাররা প্রার্থীপদ পাননি। কাল থেকেই বিভিন্ন জায়গায় ভাঙচুরের ছবি প্রকাশ্যে এসেছে।

এবার আর‌ও এক বিতর্কিত নেতাকে প্রার্থী করল বিজেপি। কেন্দ্র বর্ধমান দক্ষিণ বিধানসভা। এখানে দলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দীকেই প্রার্থী করল রাজ্যের প্রধান বিরোধী দল l

আরও পড়ুন – জায়গা বদল! সরলেন পায়েল, ঢুকলেন শোভন, নজরে বেহালা পূর্ব

উল্লেখ্য, দিন কয়েক আগেই বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সন্দীপ নন্দীকে। পুরনো দিনের কর্মীদের তিনি গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন আদি বিজেপি কর্মীরা। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে বর্ধমানে বিজেপি জেলা কার্যালয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে। ব্যাপক ভাঙচুর চলে জেলা কার্যালয়ে। এর পরেই বেশ কয়েকজনকে সাসপেন্ড করার পাশাপাশি জেলা সভাপতির পদ থেকে সন্দীপ নন্দীকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সন্দীপ নন্দীকেই বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি l

প্রসঙ্গত,গত লোকসভা ভোটের নিরিখে এই আসনে শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পদ্ম শিবির। জয়ের যথেষ্ট সম্ভাবনা তৈরি হওয়া এই আসনে দল কাকে প্রার্থী করে তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। চিকিৎসক থেকে শুরু করে হেভিওয়েট নেতা, তারকা প্রার্থীর নাম ঘোরাফেরা করছিল এই আসনের জন্য। শেষ পর্যন্ত দলের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসা সন্দীপ নন্দীকেই প্রার্থী হিসেবে বেছে নিল বিজেপি নেতৃত্ব। গতবারও তিনি এই কেন্দ্রের প্রার্থী ছিলেন।

আরও পড়ুন – আশঙ্কা সত্যি! তালিকা প্রকাশ হতেই অসন্তোষের ছায়া বিজেপির অন্দরে, রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ি

তবে টিকিট পেয়ে বসে নেই সন্দীপ বাবু। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর পরই জনসংযোগ শুরু করে দিয়েছেন তিনি। গতকাল দলের জেলা কার্যালয়ে বাজনা বাজিয়ে আবির উড়িয়ে প্রার্থী হিসেবে সন্দীপ নন্দীকে বরণ করে নেন তাঁর অনুগামীরা। এরপর তিনি সন্ধ্যায় বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন। শুক্রবারও পুজো প্রার্থনায় কাটালেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী। এদিন সকালে তিনি কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। পুজো দেন খক্কর শাহের মাজারে। প্রার্থনা জানান গুরুদ্বারে।

Back to top button
%d