রাজ্য

WB Election 2021: বুথের ১০০ মিটারের মধ্যে শুধু কেন্দ্রীয় বাহিনী কেন, রাজ্য পুলিশ কেন নয়, দাবী জানিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল

নানান ভোট বুথে ১০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। কিন্তু তৃণমূলের দাবী, শুধু কেন্দ্রীয় বাহিনীই কেন থাকবে, রাজ্য পুলিশ কেন থাকবে না। তাদেরও রাখতে হবে, নাহলে কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। এই দাবী নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।

আজ, শুক্রবার নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ও তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। তাঁর বক্তব্য, মিডিয়া রিপোর্ট দেখে তারা জানতে পেরেছেন যে ভোট বুথের ১০০ মিটারের মধ্যে শুধু কেন্দ্রীয় বাহিনীই থাকবে, রাজ্য পুলিশ রাখা হবে না।

আরও পড়ুন- চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়ায় সিংহের আঁচড়ে গুরুতর জখম এক ভবঘুরে, ভর্তি হাসপাতালে

তাদের মতে, এমন করলে রাজ্য পুলিশের মনোভাবে নেতিবাচক প্রভাব পড়বে। তারা সারাবছর আইনশৃঙ্খলা বজায় রাখেন। ভোটের প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী আসতেই পারে, কিন্তু রাজ্য পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।

তবে অতীত বলছে, আগে ভোটের সময় রাজ্য পুলিশের উপর অনাস্থা দেখিয়েছে তৃণমূলই। বাম আমলে পুলিশের রাজনীতিকরণ হয়েছে অলে অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নানান বিরোধী দল বিজেপি, কংগ্রেস, বাম, এই ধরণের অভিযোগ করছে। জেলায় জেলায় পুলিশ সুপার বা ওসিরা তৃণমূলের জেলা সভাপতির মতো কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের নিরপেক্ষতা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে।

অনেকে মনে করছেন, এটা তৃণমূলের একটা কৌশল। এইভাবে ভোটের আগে পুলিশের মনে বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ তৈরি করতে চাইছে তারা। এটা বোঝানোর চেষ্টা করছে যে কেন্দ্রের পুলিশের উপর কোনও আস্থা নেই। তৃণমূল কমিশনের কাছে অভিযোগ করে যে নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাতদুষ্ট হচ্ছে। এর জেরে বাংলায় শান্তিপূর্ণ ও অবাধ ভোট হবে না বলেই মনে করছে তৃণমূল।

তৃণমূলের দাবী, ভিভিপ্যাট বাধ্যতামূলক, এমন সুপারিশ রয়েছে সুপ্রিম কোর্টের। কিন্তু কমিশনের মতে সমস্ত বুথে ভিভিপ্যাট ব্যবহার করলে গণনায় দেরী হবে। কিন্তু শাসকদলের মতে এই যুক্তি ভিত্তিহীন। ভোটে স্বচ্ছতা বজায় রাখার জন্য ভিভিপ্যাটের ব্যবস্থা থাকা দরকার।

Back to top button
%d