যাহ! মমতার মামারবাড়ি এলাকাতেই হেরে ভূত তৃণমূল, গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল

চলছে পঞ্চায়েত ভোটের গণনা। অনেক প্রান্ত থেকেই তৃণমূলের জেতার খবর উঠে আসছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি এলাকাতেই মুখ থুবড়ে পড়ল তৃণমূল। রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ৩টি আসনের মধ্যে ২টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। একটিতে জিতেছে বিজেপি।
কুসুম্বা গ্রাম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ির গ্রাম নামেই পরিচিত। এই গ্রামের মুখোপাধ্যায় পরিবারের নাম লোকের মুখে মুখে ঘোরে।মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে বারবার তাঁকে বলতে শোনা গেছে, মামারবাড়ির গল্পের কথা।
সেই মামারবাড়ির গ্রামের ৩১ ও ৩২ নম্বর বুথে বিজেপির কাছে ধরাশায়ী হল তৃণমূল। ৩১ নম্বর বুথেই ভোট দিয়েছিলেন মমতার মামা অনিল মুখোপাধ্যায়। সেই বুথ থেকে তৃণমূল প্রার্থী সাথী লেটকে হারালেন অর্চনা হাজরা।
অন্যদিকে, ৩২ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী গৌতম লেটকে হারালেন বিজেপির গঙ্গাধর হাজরা। এই দুই আসনে বিজেপি জিতেছে। আর অন্য এক আসনে জিতেছে তৃণমূল। সেই আসনে তৃণমূলের প্রার্থী ছিল ছিলেন আদিত্য দত্ত।
এর আগে ২০১৯ লোকসভা ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই কুসুম্বাতে ভালো ফল করতে পারেনি তৃণমূল। লোকসভা ভোটে বীরভূম থেকে তৃণমূলের শতাব্দী রায় জিতলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামারবাড়ির গ্রাম থেকে বিজেপিই জিতেছিল।