রাজ্য

এগরা-বজবজের পর এবার মালদহ! মজুত করা বাজির গুদামে ভয়ানক বিস্ফোরণ, আগুনে পুড়ে ছাই ১

প্রথমে এগরা, তারপর বজবজ আর এবার মালদহ। মালদহের ইংরেজবাজার এলাকায় বাজি মজুত করে রাখা গুদামে ভয়ানক বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল গোটা এলাকা। আশেপাশের কয়েকটি দোকানেও আগুন লেগে যায়। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডের জেরে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

বাজির ওই গুদামটি অবস্থিত মালদহের ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি পৌরবাজারে। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। সকলে প্রথমে ভেবেছিলেন যে কোথাও হয়ত বোমাবাজি হচ্ছে।

তবে পরে জানা যায় বাজির দোকানে আগুন লেগে গিয়েছিল। ওই গুদামে প্রচুর পরিমাণে বাজি ও কার্বাইড মজুত করা ছিল। এর জেরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এই আগুনের জেরে আশেপাশের প্রায় ৮-১০টি দোকানে আগুন লেগে যায়।

এই বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। তিনি সম্ভবত ভ্যানচালক, এমনটাই জানা যাচ্ছে। আরও তিনজন জখম হয়েছে এই ঘটনায়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। ইংরেজবাজার থানার পুলিশ গোটা ঘটনাস্থল ঘিরে ফেলেছে। তদন্ত চালানো হচ্ছে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল।

Back to top button
%d bloggers like this: