মুরগি ডিম পাড়তেই ঘটল বিপত্তি, বোমা ফেটে কেঁপে উঠল গোটা এলাকা, ভেঙে পড়ল শৌচালয়

ডিম পাড়ার জন্যই শৌচালয়ে ঢুকেছিল এক মুরগি। এরপরই ঘটে গেল এক বড় বিপত্তি। ডিম পাড়ার সঙ্গে সঙ্গেই বিকট এক শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। ওই শৌচালয়ের একটি অংশও ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনাটি ঘটেছে কান্দির মণিগ্রামে। সূত্রের খবর, ওই গ্রামে পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। সেই জয় উদযাপন করার জন্য গত বৃহস্পতিবার বিজয় মিছিল বেরোনোর কথা ছিল। কিন্তু গ্রামবাসীদের আপত্তি থাকায় তা হয়নি। জানা গিয়েছে, যে রাস্তা দিয়ে ওই বিজয় মিছিল বেরোনোর কথা ছিল, তার ঠিক পাশেই একটি শৌচাগার ছিল। যদিও কেউ ব্যবহার করত না সেটি।
কীভাবে ফাটল বোমা?
জানা গিয়েছে, ওই পরিত্যক্ত শৌচাগারেই বৃহস্পতিবার সকালে ডিম পাড়তে গিয়েছিল এক মুরগি। তার ধাক্কা লেগেই উল্টে যায় একটি বালতি। আর তখনই বোমা ফেটে ঘটে বিস্ফোরণ। এই বিস্ফোরণের তীব্রতায় ওই শৌচাগারের একটি অংশ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, মুরগির ধাক্কায় যে বালতিটি উল্টে গিয়েছিল, তার মধ্যেই বোমা মজুত করা ছিল। বালতি উল্টে পড়ে যেতেই তা ফেটে যায়। আর এতেই কেঁপে ওঠে গোটা এলাকা।
জানা গিয়েছে, ওই শৌচাগারটি যে বাড়ির অংশ, সেই বাড়ির পুরুষ সদস্যরা এই ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ একজনকে আটক করেছে। তিনিই এই মুরগির বিষয়টি জানিয়েছেন। কিন্তু শৌচালয় থেকে মুরগির ডিম বা দেহ কিছুই মেলেনি বলে খবর। এই নিয়ে তদন্ত চলছে।
এই ঘটনার পর থেকেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বোমা-বারুদের রাজনীতি করার অভিযোগ তুলেছে বিরোধীরা। পাল্টা আবার বিরোধীদের বিরুদ্ধেই অশান্তি লাগানোর জন্য বোমা মজুত করার অভিযোগ করেছেন কান্দি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুকান্ত ত্রিবেদী। সেই অভিযোগ অস্বীকার করে কান্দি মহকুমা কংগ্রেসের মুখপাত্র নরোত্তম সিংহ দাবী করেছেন যে বোমা তো দূর, তা বাঁধার জন্য যে দড়ি সুতলির প্রয়োজন হয়, তা কেনারও টাকা নেই কংগ্রেসের।