‘কেন আমার বিয়ে দিচ্ছ না’, তুমুল অশান্তির মাঝেই আচমকা বৌদির গায়ে অ্যাসিড ঢেলে দিল দেওর

কেন তার বিয়ে দেওয়া হচ্ছে না, এই নিয়ে চলছিল তুমুল অশান্তি। সেই অশান্তির মাঝেই বৌদির গায়ে অ্যাসিড ছুঁড়ে দিল দেওর। অভিযুক্তের নাম জয়ন্ত রায়। অ্যাসিড আক্রান্ত মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর জমিদারপাড়া এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।
কী জানাচ্ছে অভিযুক্তের পরিবার?
অভিযুক্তের পরিবার সূত্রে খবর, ওই অভিযুক্ত এক সোনার কারিগর। ড্রাগ সহ নানান নেশায় আসক্ত জয়ন্ত। কিন্তু বিয়ে করতে চায় সে। অন্যদিকে, সে নেশা না ছাড়া পর্যন্ত তাকে বিয়ে দিতে রাজি নয় তার পরিবার। এই নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি চলছিল। বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে জয়ন্তর তুমুল ঝগড়া হয়। অভিযোগ, সেই সময় রাগে উত্তেজিত হয়ে নিজের বৌদির গায়ে অ্যাসিড ঢেলে দেয় জয়ন্ত।
অ্যাসিডের জ্বালায় ছটপট করতে থাকেন মহিলা। তাঁকে শোচনীয় অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে।
আক্রান্ত মহিলার মেয়ে জানান, কাকা বিয়ে করবে বলে অনেকদিন ধরেই বাড়িতে অশান্তি করছে। এদিন ঝগড়ার সময় কাকা তার মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে দেয় বলে জানায় সে। অন্যদিকে, নিজের এই দোষের কথা স্বীকার করে নিয়েছে জয়ন্ত। জানায়, অনেকদিন দজ্রে বাড়িতে অশান্তি চলছিল। রাগের বশেই বৌদির গায়ে অ্যাসিড ছুঁড়েছে সে।
কী জানান উপপ্রধান?
এই ঘটনায় পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার বলেন, “বিয়ে দেওয়া নিয়ে এই পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি। আসলে জয়ন্ত মাদকের নেশা করে। এই অবস্থায় তার সঙ্গে কোনও মেয়ের বাবা বিয়ে দিতে রাজি হবে। জয়ন্তকে বহুবার বলা হয়েছে নেশা ছাড়বার জন্য। কিন্তু সে কোনও কথা শোনেনা। ঝগড়া করে বৌদির গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে”। তিনি জানান, পুলিশ অপরাধীকে গ্রেফতার করেছে।