রাজ্য

ভোররাতে আচমকাই গুলির শব্দ, ব্যারাকের মধ্যেই সার্ভিস রিভলভার দিয়ে বুকে গুলি, আ’ত্ম’ঘা’তী বিএসএফ জওয়ান, মৃত্যুর কারণ নিয়ে জল্পনা

ফের আ’ত্ম’ঘা’তী এক জওয়ান। নিজের সার্ভিস রিভলভার দিয়েই বুকে গুলি চালিয়ে আ’ত্ম’ঘা’তী হলেন বিএসএফ জওয়ান। তবে মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচির বিএসএফ ব্যারাকে। মৃত ওই জওয়ানের নাম এন এম স্বামী। বাড়ি অন্ধ্রপ্রদেশে। কোচবিহারের শীতলকুচি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গাদোপোতার ক্যাম্পে পোস্টিং ছিল তাঁর।

কী ঘটেছে ঘটনাটি?

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার ভোরে অন্যান্য জওয়ানরা আচমকাই গুলির শব্দ পান। সেখানে ছুটে যেতেই তারা এনএম স্বামীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। সহকর্মীরা জানান, ভোরবেলায় নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকে গুলি করে আ’ত্ম’ঘা’তী হয়েছেন ওই জওয়ান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কিন্তু কেন এমন ঘটনা ঘটল?

জওয়ানের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সহকর্মীদের মতে, পারিবারিক অশান্তির জেরেই হয়ত এমন একটা পদক্ষেপ নিয়েছেন এন এম স্বামী। তারা জানাচ্ছেন, কাজের জায়গায় কোনও সমস্যা ছিল না তাঁর।

এই বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, “শীতলকুচিতে বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। ময়নাতদন্তের জন্য দেহ কোচবিহারে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ”।

Back to top button
%d bloggers like this: