প্রযুক্তি

iPhone 15 লঞ্চ হওয়ার আগেই ব্যাপক সস্তা হয়ে গেল iPhone 14, এবার iPhone আগের মডেল কিনুন মাত্র ১৪,০০০ টাকায়

আগামী ১২ই সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে iPhone 15। কোনও সিরিজের নতুন মডেল লঞ্চ হওয়ার কিছুদিন পর সেই সিরিজের আগের মডেলের দাম যে কমে যায়, তা বেশ স্বাভাবিক ব্যাপার। কিন্তু এবার iPhone 15 লঞ্চ হওয়ার আগেই দারুণ সস্তা হয়ে গেল iPhone 14। এবার এই ফোন মিলবে মাত্র ১৪,০০০ টাকাতেই।

কীভাবে মিলবে এমন সস্তায় iPhone 14?  

এই অফার Apple-এর তরফে নয়, এই বিপুল ছাড়ের অফার দেওয়া হচ্ছে জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart-এর তরফে। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে Flipkart Mobiles Bonanza Sale। এই সেল চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই সেলেই iPhone 14 অনেক কম দামে কিনে পারবেন গ্রাহকরা।  

কত টাকা ছাড়ের অফার দিচ্ছে ফ্লিপকার্ট?

iPhone 14-এর দাম ৭৯,৯০০ টাকা। তবে Flipkart-এ এই ফোন মিলবে ৬৭,৯৯৯ টাকায় অর্থাৎ পুরো ১১,০০১ টাকার ছাড়। এর পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার। আর এর কারণে ফোনের দাম অনেকটাই কমে যাবে।

iPhone 14 কিনতে মিলবে ব্যাঙ্ক অফারও

নিজের HDFC ক্রেডিট কার্ড দিয়ে যদি গ্রাহকরা iPhone 14 কেনেন, মিলবে ৪ হাজার টাকা ছাড়। এই ছাড়ের পর ফোনটির দাম দাঁড়াবে ৬৩,৯৯৯ টাকা। এখানেই শেষ নয়, একটি এক্সচেঞ্জ অফারও রয়েছে। আর সেই অফারের কারণে ফোনের দাম অনেকটাই কমে যাবে।

iPhone 14 কেনার উপর এক্সচেঞ্জ অফার

iPhone 14-এ ৫০ হাজার টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করেন, তাহলে আপনি এতে ছাড় পাবেন। তবে ৫০ হাজার টাকার ছাড় তখনই পাওয়া যাবে, যদি আপনার পুরনো ফোনের অবস্থা ভালো হয় আর মডেলটি লেটেস্ট হয়। এই সমস্ত ছাড় ও অফার যদি মেলানো হয়, তাহলে iPhone 14-এর দাম গিয়ে দাঁড়াবে মাত্র ১৩,৯৯৯ টাকায়।

Back to top button
%d bloggers like this: