রাজ্য

যুবককে মিথ্যে মা’দ’ক মামলায় ফাঁসানোর অভিযোগ, ২ লক্ষ টাকা জরিমানা পুলিশকে, নির্দেশ হাইকোর্টের

কাউকে যদি মিথ্যে মা’দ’ক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়, আর সেই মামলায় যদি দোষী সাব্যস্ত হন, তাহলে পুলিশ কর্মীকে জরিমানা দিতে হবে। গতকাল, মঙ্গলবার এক কংগ্রেস কর্মীর দায়ের করা মামলায় প্রেক্ষিতে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মিথ্যে মা’দ’ক মামলায় পুলিশ কর্মীদের মধ্যে যে বা যারা দোষী প্রমাণিত হবন, তাদের ২ লক্ষ টাকার জরিমানা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলায় এমনটাই জানালেন হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার।

গত বছর পুরসভা নির্বাচনের সময় এই ঘটনার সূত্রপাত। সেই সময় বারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হয়েছিলেন রাকেশ শুক্লা। অভিযোগ, ২০২২ সালের ৯ মার্চ তাঁর নির্বাচনী এজেন্ট বিশাল শুক্লাকে তুলে নিয়ে যায় টিটগড় থানার পুলিশ।

পরেরদিন তাঁকে গ্রেফতার করা হয় মা’দ’ক মামলায়। পরে হাই কোর্ট থেকে জামিনে ছাড়া পান বিশাল। এই মর্মে আদালতে মামলা দায়ের করেন তিনি। অভিযোগ তোলেন যে তাঁকে মিথ্যা মা’দ’ক মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আবেদন জানান যাতে তাঁর বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে, তা খারিজ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে গতকাল, মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার কড়া পদক্ষেপ নেন। টিটাগড় থানার কোন পুলিশকর্মী মিথ্যে মা’দ’ক মামলায় বিশাল শুক্লাকে ফাসিয়েছেন, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় বারাকপুর পুলিশ কমিশনারেটকে।

বিচারপতির নির্দেশ, পুলিশ কমিশনার তদন্ত করে অভিযুক্ত পুলিশ কর্মীকে খুঁজে বের করবেন। তাঁকে দোষী সাব্যস্ত করবেন তিনি। দোষী পুলিশকর্মীকে নিজের বেতন থেকে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যদিকে, বিশালের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে, তা খারিজ করার জন্য নির্দিষ্ট বেঞ্চে মামলা পাঠানো হয়েছে বলে খবর।

Back to top button
%d bloggers like this: