রাজ্য

রামনবমীতে হাওড়া, রিষড়ায় অশান্তির মূলে কারা? আসল দোষীদের চিহ্নিত করতে NIA-কে মামলার তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট

রামনবমীর মিছিলে হাওড়া, রিষড়া বা ডালখোলাতে যে অশান্তির ঘটনা ঘটে, তাতে রাজ্যে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। এবার সেই ঘটনার তদন্ত করবে NIA। আজ, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে এই তদন্তের সমস্ত নথি রাজ্যকে এএনআই-য়ের হাতে তুলে দিতে হবে। এই অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্ট মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল আদালত।

হাওড়ায় রাম নবমীতে অশান্তির ঘটনা ঘটতেই পরদিন আদালতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্তের দাবী করেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, এ ধরনের ঘটনা ফের ঘটতে পারে তাই উচ্চ আদালত হস্তক্ষেপ করুক। কিন্তু রাজ্য সরকারের তরফে সেই সময় বলা হয়, রাম নবমীতে যে অশান্তির ঘটনা ঘটেছিল তা রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কোনও এক্তিয়ার নেই।

তবে গত ১০ এপ্রিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, রামনবমীর অশান্তি মামলার তদন্তে কেন্দ্রীয় সংস্থার প্রয়োজন। এদিন তিনি শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, এই অশান্তিতে কে বা কারা উসকানি দিয়েছে বা লাভবান হয়েছে, রাজ্য পুলিশের পক্ষে তা জানা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কেন্দ্রীয় সংস্থার। NIA আদালতে জানায় যে তারা  তদন্তভার নিতে প্রস্তুত।

আদালতে এই অশান্তি নিয়ে পুলিশি রিপোর্ট জমা পড়ার পর তা দেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন যে পুলিশের রিপোর্ট স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছে। বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া সব ঘটনা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। এরপরই ডিভিশন বেঞ্চ জানায় এই ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংস্থার প্রয়োজন। এবার শেষমেশ এএনআই-য়ের উপরেই দেওয়া হল এই ঘটনার তদন্তভার।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকেই অভিযোগ করেছিলেন, রাম নবমীর ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। তাঁর দাবী ছিল, বাইরে থেকে লোক ঢোকানো হয়েছে। অশান্তির জন্য লাগাতার উস্কানি ও প্ররোচনা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। হাওড়ায় রাম নবমীর মিছিলে পিস্তল নিয়ে শোভাযাত্রা করা হয়েছে বলে অভিযোগ করেছিল শাসক দল। বিহার থেকে গ্রেফতারও করে পুলিশ ওই যুবককে।

Back to top button
%d bloggers like this: