রাজ্য

সপ্তাহান্তে ফের গরমে নাজেহাল অবস্থা হবে বঙ্গবাসীর, বৃষ্টির দেখা কী আর মিলবে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

চলতি সপ্তাহের শুরুতেই ঝিরঝিরে বৃষ্টির জেরেই রাজ্যের তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছিল। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেয়েছিল বঙ্গবাসী। খানিকটা স্বস্তি মিলেছিল। কিন্তু এই স্বস্তি যে বেশিদিনের নয়, তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, আগামী ২-৩দিনেই ফের বাড়বে তাপমাত্রা। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের পূর্বাভাস, গরম থাকলেও এই পাশাপাশি বৃষ্টিও হতে পারে। কলকাতাই শুধু নয়, দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এর জেরে গরমের মধ্যেও খানিকটা স্বস্তি পাবে সাধারণ মানুষ।

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘ। বিকেল বা সন্ধের দিকে বৃষ্টি হলেও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়তে থাকবে। গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫০ থেকে ৮৬ শতাংশ।

আবহাওয়া দফতরের কথায়, আগামী শুক্র ও শনিবার কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুধু বৃষ্টিই নয়, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। পশ্চিমের জেলাগুলি, যেমন, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানা যাচ্ছে।

শনি ও রবিবার উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ নেই। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। তবে বাইরে থেকে একটি ঘূর্ণাবর্ত আসছে ঝাড়খণ্ডের দিকে। সেই প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Back to top button
%d bloggers like this: