রাজ্য

সরকারি স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পেও দুর্নীতি! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠায় এবার জেলাশাসককে তদন্তের নির্দেশ আদালতের

সরকারি স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পেও উঠল দুর্নীতির অভিযোগ। এই প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের তরফে এবার জেলাশাসককে নির্দেশ দেওয়া হল এই তদন্ত করার জন্য।

কী অভিযোগ উঠেছে?

রাজ্য সরকারের তরফে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সরকারি স্কুলে পড়ুয়াদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু অভিযোগ, উত্তর দিনাজপুরের গোপালপোখর-১ নম্বর ব্লকে এই প্রকল্পে প্রায় ৮ কোটি টাকার বেশি টাকা তছরুপ করা হয়েছে।

আদালতে কী জানালেন মামলাকারী?

আজ, সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মামলাকারী অভিযোগ করেন, গোপালপোখর-১ নম্বর ব্লকে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম বিতরণ সংক্রান্ত প্রকল্পের দায়িত্বভার ছিল মিলনমেলা মহাসংহ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর ওপর। তবে অভিযোগ, ওই প্রকল্প বাবদ সরকারের কাছে ৮.৮ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পর একদিনে ওই টাকা এমন ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে যারা পোশাক তৈরি বা ওই ধরনের কারবারের সঙ্গেই যুক্ত নয়। এর পাশাপাশি এত টাকা বরাদ্দ পাওয়ার পরও ওই স্বনির্ভর গোষ্ঠীটি কোনও স্কুল ইউনিফর্ম সরবরাহ করেনি।

এদিন মামলাকারী আদালতে আরও দাবী করেন যে এই বিষয়ে জেলাশাসক থেকে শুরু করে সার্কেল ইনস্পেক্টর, বিডিও, ডিসট্রিক্ট এডুকেশন অফিসার, এমনকি তদারকির দায়িত্বে থাকা একাধিক সরকারি আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি শেষ পর্যন্ত।

মামলাকারীর এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে এই ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরের জেলাশাসককে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে এই প্রকল্প সংক্রান্ত সমস্ত অভিযোগ মামলাকারীকে নতুন করে জেলাশাসক-সহ সমস্ত তদন্তকারী সংস্থার কাছে পাঠাতে হবে। অভিযোগ পাওয়ার পর জেলাশাসককে তদন্ত শুরু করতে হবে। আগামী আট সপ্তাহের মধ্যে এই অভিযোগের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত।

Back to top button
%d bloggers like this: