রাজ্য

বৃহস্পতিতেই শনি কেষ্টর কপালে! বীরভূমে অনুব্রতর দুয়ারে সিবিআই, বাড়ি ঘিরে ফেলল সিআরপিএফ

একাধিকবার তলব সত্ত্বেও হাজিরা দেন নি তিনি। এবার তাই তাঁর বাড়িতেই হাজির সিবিআই। আজ, বৃহস্পতিবার সকাল সকালই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির হল সিবিআইয়ের দল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রায় ৮-১০ জনের একটি দল আজ সকালেই হাজির হয় অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে। তাঁর বাড়ি চারিদিক থেকে ঘিরে ফেলেছে সিআরপিএফ জওয়ানরা।

গত সোমবার অনুব্রতকে গরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই। কিন্তু সেদিন এসএসকেএমে চিকিৎসা করানোয় ‘বাহানা’ দেখিয়ে তিনি হাজিরা দেন নি। সিবিআইয়ের তরফে বলা হয় যে চিকিৎসা করিয়ে হলেও তাঁকে হাজিরা দিতে হবে। কিন্তু তাও অমান্য করেন কেষ্ট। তবে এসএসকেএম অনুব্রতকে ভর্তি নেয় না। চিকিৎসকরা বলেন যে তাঁর এমন কোনও সমস্যা নেই যাতে ভর্তি নিতে হবে।

গতকাল, বুধবার ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়, কিন্তু গতকালও দশমবারের হাজিরা এড়িয়ে যান অনুব্রত। এরপরই মনে করা হচ্ছিল যে সিবিআই হয়ত কোনও কড়া পদক্ষেপ নেবে তৃণমূল নেতার বিরুদ্ধে। আজ অনুব্রতর দুয়ারে পৌঁছল সিবিআই।

বলে রাখি, গত সোমবার গরুপাচার মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। আসানসোলে সিবিআই বিশেষ আদালতে জমা দেওয়া সেই চার্জশিটে রয়েছে অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন-সহ ১১ জনের নাম। এরপর ধৃত সায়গলের জামিনও খারিজ করে দিয়েছে আদালত।

সিবিআআই সূত্রের খবর, সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য মিলিছে। সেই সূত্র ধরেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন তৃণমূল নেতা। তদন্তে অসহযোগিতা করলে অনুব্রতর গ্রেফতার হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে বলেই মনে করা হছে।

Back to top button
%d bloggers like this: