রাজ্য

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও তৎপর সিবিআই, নজরে সুজিত বসু, দমকলমন্ত্রীকে নিজাম প্যালেসে তলব তদন্তকারী সংস্থার

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে উঠে এসেছিল পুরসভায় নিয়োগ দুর্নীতির বিষয়টি। এবার এই মামলায় সিবিআইয়ের স্ক্যানারে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৩১শে আগস্ট সুজিত বসুকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

২০১৬ সাল থেকে একাধিক পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তার মধ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভাও। সূত্রের খবর, ওই পুরসভা থেকে বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেই উদ্ধার হওয়া নথির ভিত্তিতেই সুজিত বসুকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই স্পিড পোস্টে তাঁর বাড়িতে নোটিশ পাঠিয়েছেন তদন্তকারীরা। 

২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু। সেই কারণেই এই তলব। পুর নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি মিলেছে। সেই নথির সঙ্গে এই দুর্নীতির অন্যতম চক্রী অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া নথির যোগসূত্র ছিল। তদন্তকারীরা মনে করছেন, যেহেতু সুজিত বসু ওই পৌরসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল গ্রেফতার হওয়ার পর প্রথম পুরসভায় নিয়োগ দুর্নীতির কথা প্রথম সামনে আসে। আদালতে ইডি দাবী করেছিল, অয়ন শীলের থেকে উদ্ধার হওয়া নথিতে পুরসভায় নিয়োগে দুর্নীতির হদিশ মিলেছে। সেই সমস্ত নথি দেখে জানা গিয়েছে, রাজ্যের ৬০টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে।

পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। তবে রাজ্যের সেই আর্জি খারিজ করে আগের নির্দেশই বহাল রেখেছিলেন বিচারপতি অমৃতা সিন‌হা।

তবে তারপর ফের পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় ইডি, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। গত সোমবার সপ্তাহের শুরুতে ওই মামলার শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপরই পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর হয় সিবিআই।

Back to top button
%d bloggers like this: