রাজ্য

প্রথা পরিবর্তন! স্বাধীনতা দিবসে পুলিশ আধিকারিকদের পাশাপাশি এবার আইএএস আধিকারিকদেরও সম্মানে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরই স্বাধীনতা দিবসে রেড রোডে একাধিক আইপিএস আধিকারিকদের তাদের প্রশংসনীয় কাজের জন্য বিশেষ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তেমনটাই হল তবে প্রথায় এল সামান্য পরিবর্তন। এই বছর আইপিএস আধিকারিকদের পাশাপাশি পদক সম্মানে ভূষিত করা হল আইএএস আধিকারিকদেরও।

আজ, মঙ্গলবার রেড রোডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর প্রথা অনুযায়ী জাতীয় সঙ্গীতের সুরে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এর পরেই শুরু হয় সরকারি আধিকারিকদের পুরস্কার প্রদান পর্ব। রাজ্যের ১১ জন উচ্চপদস্থ সরকারি আধিকারিক তথা আমলাকে সম্মানিত করা হয়েছে। তাঁদের গলায় পদক পরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

যেসমস্ত আইএএস আধিকারিকরা আজ মুখ্যমন্ত্রীর হাত থেকে বিশেষ সম্মান পেলেন, তারা হলেন-

  • স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা
  • আইএএস বিবেক কুমার
  • আইএএস মনোজ পন্ত
  • আইএএস প্রভাত মিশ্র
  • আইএএস সংঘমিত্রা ঘোষ
  • আইএএস নারায়ণ স্বরুপ নিগম
  • আইএএস শান্তনু বসু
  • আইএএস পিবি সেলিম
  • আইএএস শরদ কুমার দ্বিবেদী (উত্তর ২৪ পরগনার জেলাশাসক)
  • আইএএস মুক্তা আর্য্য (হাওড়ার জেলাশাসক)
  • ডব্লিউবিসিএস বিধান রায় (বীরভূমের জেলাশাসক)

আইপিএস অফিসারদেরও পুরস্কৃত করা হয়েছে। পুলিশকর্তাদের দেওয়া পদককে মূলত দু’টি বিভাগে ভাগ করা হয়েছে। অসাধারণ কাজের জন্য সম্মানিত হয়েছেন এক জন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জ়োনের এডিজি আইজিপি ত্রিপুরারি অথর্ব।

এছাড়াও প্রশংসনীয় কাজের জন্য পুরস্কার পেয়েছেন পাঁচ জন। তারা হলেন-

  • আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী
  • হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া
  • পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার
  • হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ
Back to top button
%d bloggers like this: