রাজ্য

দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় NIA ও CBI তদন্তের দাবী, হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের বিজেপি ও সিপিএমের

বারাসাতের দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্তের আর্জি জানানো হয়েছে বিজেপি ও সিপিএমের তরফে। রাজ্য পুলিশের থেকে এই ঘটনার তদন্তভার সরিয়ে নেওয়ার আবেদনও জানানো হয়।

গতকাল, রবিবার সকালে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসাত  লাগোয়া দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোছপোল পশ্চিমপাড়া অঞ্চল। একটি দোতলা বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে। আশপাশের অন্তত ১০০টি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়।

এলাকাবাসীরা দাবী করেন, কেরামত এবং সামসুল দু’জনে মিলে বেআইনিভাবে বাজি তৈরি করত। ওই বাজি দোতলা বাড়িতে মজুত করে রাখা হত। তা ফেটেই এমন ঘটনা ঘটেছে। প্রশাসনের মদতেই বাজি কারখানা চলত বলে দাবী করেন তারা। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবীতে রবিবারই অমিত শাহকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।

এরপর সোমবার হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। বিজেপি ও সিপিএম দাবী করেছে যে এই বিস্ফোরণের ঘটনায় রাজ্য পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। সেই কারণেই তারা এনআইএ ও সিবিআই তদন্তের দাবী করেছেন। আগামীকাল, মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এই বিস্ফোরণের ঘটনার পরই এনআইএ তদন্তের দাবী জানিয়ে সরব হয়েছিল বিজেপি। শমীক ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন, কোন শব্দ তৈরি করতে গেলে স্টোনচিপস লাগে?

তিনি দাবী করেছিলেন, ওই এলাকায় স্টোন চিপস সহ একাধিক রাসায়নিকের সন্ধান মিলেছে। ওই এলাকায় লুকিয়ে বোমা তৈরি হত, মারণাস্ত্র তৈরি হত। আর জেলায়-জেলায় এই বোমা তৈরি হচ্ছে বলে দাবী করেছিলেন শমীক। আর এই তদন্ত রাজ্য পুলিশকে দিয়ে হবে না বলেও স্পষ্ট জানান বিজেপি নেতা। এরপরই এনআইএ তদন্তের দাবী জানান তিনি।

Back to top button
%d bloggers like this: