রাজ্য

যাদবপুরের সুজনের বিরুদ্ধে পদ্ম প্রার্থী  প্রাক্তন সিপিএম কর্মী রিঙ্কু নস্কর! জিততে পারবেন কি?

প্রার্থী পদ না পেয়ে দল ছাড়ছেন শোভন-বৈশাখী।‌ খুব বেছে বেছে প্রার্থী তালিকা তৈরি করেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ্’রা। সেখানেই এবার নন্দীগ্রামের মতন নজর থাকবে যাদবপুর কেন্দ্রে‌ও।

সেখানে সিপিএম থেকে বিজেপিতে যাওয়া রিঙ্কু নস্করকেই এবার যাদবপুরে সুজন চক্রবর্তীর বিরুদ্ধে প্রার্থী করল পদ্ম শিবির । রবিবারের তালিকায় এমনটাই দেখা গিয়েছে । দীনদয়াল উপাধ্যায় মার্গ যে তালিকা দিয়েছে তাতে দেখা যাচ্ছে রিঙ্কুকে যাদবপুরের লড়াইয়ে নামিয়ে দিয়েছে বিজেপি।

আরও পড়ুন –Big Breaking: বিজেপি ছাড়ছেন শোভন-বৈশাখী? মিলল স্পষ্ট ইঙ্গিত!

এই রিঙ্কু একদা ছিলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য । প্রথম রিঙ্কুকে সিপিএম সামনে আনে ২০১৪ সালে । মথুরাপুর লােকসভায় এই তরুণী নেত্রীকে প্রার্থী করেছিল আলিমুদ্দিন স্ট্রিট । তখন সুজন চক্রবর্তী ছিলেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক । সেইসঙ্গে রিঙ্কু ছিলেন গত মেয়াদে কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

আরও পড়ুন – প্রথম দু’দফার পর তৃতীয় ও চতুর্থ দফার পূর্ণ তালিকা ঘোষণা করল বিজেপি

প্রসঙ্গত উল্লেখ্য, রিঙ্কুর স্বামী অনেকদিন ধরেই বিজেপি করছেন । কয়েক মাস আগে রিঙ্কুও যােগ দেন গেরুয়া শিবিরে। সেই সময়‌ই বাম দল ত্যাগ করা নিয়ে রিঙ্কু বলেছিলেন , রাজনীতিতে মতাদর্শ বলে কিছু হয় না । সিপিএম যদি কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে তাহলে আমিও বিজেপিতে যােগ দিতে পারি । এর আগে দেখা গিয়েছিল হলদিয়ার বিদায়ী সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলকে হলদিয়াতেই দাঁড় করিয়েছে বিজেপি । এদিনের তালিকায় আরও তিন প্রাক্তন তৃণমূল বিধায়ককে টিকিট দিয়েছে গেরুয়া শিবির । তাঁরা হলেন ডায়মন্ড হারবারে দীপক হালদার , উত্তরপাড়ায় প্রবীর ঘােষাল এবং সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য ।

তবে উল্লেখ্য, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে লড়াই মানে বেশ কঠিন পরীক্ষা রিঙ্কুর সামনে।  এমনিতে যাদবপুরে বরাবরই বামেদের একটা প্রভাব রয়েছে । উনিশের লােকসভায় দেখা গিয়েছিল যাদবপুর বিধানসভায় তৃতীয় স্থানে ছিল বিজেপি । তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী পেয়েছিলেন ৮০ হাজার ৬৭০ ভােট , সিপিএমের বিকাশ ভট্টাচার্য পেয়েছিলেন ৬৮ হাজার ৫১৫ ভােট এবং বিজেপির অনুপম হাজরা পেয়েছিলেন ৪৮ হাজার ৬৯৬ ভােট । এখন দেখার একদা বাম মুখকে দাঁড় করিয়ে বাম দখলে থাকা যাদবপুর গড়ে কতটা ফাটল ধরাতে পারে বিজেপি ।
Back to top button
%d