এবার চুঁচুড়াতে বাঁধল গোলমাল! জানতে পড়ুন বিস্তারিত

বঙ্গে কড়া নাড়ছে ২১ এর বিধানসভা নির্বাচন। জয়ের আশা নিয়ে বিজেপি তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছেন। কিন্তু তারপরই হঠাৎই ঘটে গেল এক অবাক ঘটনা। সংবাদমাধ্যমে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিবৃতি দেওয়ার পরই রাজনীতি থেকে অবসর ঘোষণা করলেন চুঁচুড়ার বিজেপি নেতা সুবীর নাগ। এই দুটি ঘটনা পরপর ঘটায় জল্পনা ছড়িয়েছে। মনে করা হচ্ছে, চুঁচুড়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে ছিল সুবীর নাগের নাম। তবে লকেট প্রার্থী হওয়ার ক্ষোভেই কি রাজনীতি থেকে অবসর নিয়ে ফেললেন এই বিজেপ নেতা?
দীর্ঘদিন ধরেই পদ্ম শিবিরে রয়েছেন সুবীর নাগ। জেলা সাংগঠনিকের সভাপতির দায়িত্ব পালন করতেন তিনি। সুবীর জানালেন, ‘মূল্যায়নে ভুল হয়েছে দলের’। তবে হঠাৎ করেই যে দলের উপর ‘অভিমান’ করে তিনি রাজনীতি ছাড়বেন সেই বিষয়ে টের পায়নি কেউই। তবে লকেট-ঘনিষ্ঠদের দাবি, ২০১৯ সালে লকেট জিতে যাওয়াটা মেনে নিতে পারেননি। তখন থেকেই কিছুটা হলেও দ্বন্দ্ব শুরু হয় দুজনের মধ্যে।
সুবীর-ঘনিষ্ঠদের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের চোখে প্রিয় হওয়াই লক্ষ্য লকেটের। সুবীর বাবু জানিয়ে দিয়েছেন, ‘‘কোথাও যেন দল আমার প্রয়োজনীয়তা অনুভব করছে না। তেমনই মনে হয়েছে আমার। এখনও দলের আদর্শ মাথায় নিয়েই রয়েছি। কিন্তু যে পরিশ্রম করে দলকে দাঁড় করিয়েছি, তার মূল্যায়নটা কোথাও যেন হল না।’’
লকেটের কথায়, ‘‘কোনও ক্ষোভ-বিক্ষোভের ব্যাপার নেই। সাময়িক এ সব হয়। দরকারে আমি নিজে কথা বলব। কিন্তু এখানে তো আর ব্যক্তি হিসেবে ভাবলে চলবে না। দল সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত মেনে চলতে হবে আমাদের সকলকে। একসঙ্গে লড়তে হবে।’’ সুতরাং, নির্বাচনের আগে সামনে এল বিজেপির অন্তঃদ্বন্দ্ব। যা দলের অভ্যন্তরীণের জন্য মোটেই ভালো হবে না।