রাজ্য

সকাল থেকেই আকাশের মুখভার, ক্রমেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, কালীপুজোয় রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কা

কালীপুজোর সময় বঙ্গোপসাগরে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর। এর জেরে কালীপুজোয় প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলায়। আগামী ২২শে অক্টোবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে খবর। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ কোনদিকে হবে, তা এখনও স্পষ্ট নয়। তা জানা গেলেই বোঝা যাবে যে কালীপুজোতে রাজ্যে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব কতটা পড়বে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী, ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামীকাল, বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ‌্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ‌্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে।

সেখানেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। আর সেই পূর্বাভাসেই সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। জেলায় জেলায় কালীপুজোর বড় বড় প‌্যান্ডেল হয়েছে। কোনও কারণে যদি দমকা হাওয়া বইতে শুরু করে, তাহলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সেই কারণে প্রশাসনের তরফে পুজো কর্তাদের সতর্ক করা হচ্ছে।

তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ যদি বদলও হয়, তাহলেও কালীপুজোয় দুর্যোগের আশঙ্কা কাটছে না। হাওয়া অফিস সূত্রে খবর, অন্ধ্র উপকূলের কাছে ঘূর্ণিঝড় তৈরি হবে। সেই ঘূর্ণিঝড় সিত্রাং যদি বাংলার সঙ্গে দূরত্ব কম করে, তাহলে কালীপুজোয় রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে ঘূর্ণিঝড় ও অন্যদিকে ভরা অমাবস্যার কোটাল, এই দুইয়ের জেরে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, “ইতিমধ্যে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। তা থেকে নিম্নচাপ তৈরি হবে। ২২ তারিখ নাগাদ তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে তার অভিমুখ কোন দিকে হবে তা থেকে বোঝা যাবে বাংলায় এর প্রভাব কতটা পড়বে”।

Back to top button
%d bloggers like this: