রাজ্য

মন্দারমণিতে আতঙ্ক! সমুদ্রসৈকত থেকে উদ্ধার তরুণীর অর্ধন’গ্ন দেহ, ধ’র্ষ’ণ করে খু’ন? জোর চাঞ্চল্য সমুদ্র শহরে

সপ্তাহের প্রথমদিন ভোরবেলা মন্দারমণির সমুদ্রসৈকত থেকে মিলল তরুণীর অর্ধন’গ্ন দেহ। পাথরের উপর পড়েছিল দেহটি। পরনে শুধু অন্তর্বাস। পুলিশের অনুমান, কেউ ধ’র্ষ’ণ করে খু’ন করতে পারে তরুণীকে। প্রবল চাঞ্চল্য মন্দারমণির চাঁদপুরে।

কারা উদ্ধার করে তরুণীর দেহ?

এদিন ভোরবেলা সমুদ্রসৈকতে মোটামুটি ভালোই পর্যটক ঘোরাফেরা করছিলেন। সেই সময় কিছু স্থানীয়রা সমুদ্রের পাড়ে বোতল কুড়োতে আসেন। তারাই সেই সময় পাথরের উপর দেখতে পান তরুণীর দেহ। অর্ধন’গ্ন অবস্থায় পড়েছিল নিথর দেহটি। এলাকার লোকজনের অনুমান, এই তরুণী স্থানীয় বাসিন্দা নন। বাইরে থেকে ঘুরতে এসেছিলেন হয়ত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। ওই তরুণীর পরিচয় জানার জন্য আশেপাশের সমস্ত থানা এমনকি, পড়শি রাজ্য ওড়িশাকেও সতর্ক করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই তরুণীকে ধ’র্ষ’ণের পর কেউ খুন করা হয়ে থাকতে পারে।

এদিকে সাতসকালে সমুদ্রসৈকতে তরুণীর অর্ধন’গ্ন দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা। তাদের অভিযোগ, মেরিন ড্রাইভ এলাকার রাস্তা এমনিতেই শুনশান। তার উপর রাস্তার ধারে কোনও স্ট্রিট লাইট নেই। দিনদিন দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে এলাকায়। তাদের দাবী, অবিলম্বে এই এলাকায় স্ট্রিট লাইট লাগানো ও পুলিশের নজরদারি বাড়ানো হোক।

Back to top button
%d bloggers like this: