আশ্বাসের পরও মেলেনি চাকরি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ায় মেলে বাধা, নবান্নের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মূক-বধির যুবকের

নবান্নের সামনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। আজ, বুধবার এক মূক ও বধির যুবক নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করেন। সূত্রের খবর, চাকরি সংক্রান্ত বিষয়ে কথা বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু নবান্নে ঢুকতে গেলে তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। তাতেই ক্ষোভে ফেটে পড়েন যুবক।
জানা গিয়েছে, তখনই নিজের গায়ে কেরোসিন ঢেলে দেন যুবক। তাঁর এমন কর্মকাণ্ড দেখে রীতিমতো ভয় পেয়ে যান সেখানে উপস্থিত লোকজন। ছুটে আসে পুলিশ। যুবকের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয়। তবে গায়ে আগুন লাগাতে পারেন নি যুবক। শেষ পর্যন্ত তাঁকে থামায় পুলিশ। তবে পুলিশকর্মীদের সঙ্গে ধ্বস্তাধস্তির জেরে অল্প চোট পান ওই যুবক। তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাঁর চিকিৎসা হয়। তবে এই ঘটনা নবান্ন চত্বরে বেশ শোরগোল পড়ে যায়।
জানা গিয়েছে, ওই যুবক মূক ও বধির। পুলিশকে সে লিখে জানায় যে তাঁর বাড়ি উত্তর দিনাজপুরে রায়গঞ্জ রবীন্দ্রপল্লিতে। তবে বর্তমানে মা ও এক ভাইকে নিয়ে মধ্যমগ্রামে এক বাড়িতে ভাড়া থাকে সে। ওই যুবকের দাবী, ভালো খেলাধূলা করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে পুরস্কৃত করেছিলেন। চাকরির আশ্বাসও দিয়েছিলেন তিনি।
কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও চাকরি হয়নি তাঁর। এই বিষয়ে জানিয়ে নবান্নেও অনেক চিঠি দিয়েছেন তিনি। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। সেই কারণেই আজ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে এসেছিলেন। ওই যুবককে শিবপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কথা আদৌ কতটা সত্যি, তা যাচাই করে দেখছেন পুলিশ কর্তারা।
এই বিষয়ে শিবপুর থানার ওসি অরূপ রায় বলেন, “চাকরির জন্য এদিন ও নবান্নে এসেছিল। তবে ওইভাবে তো অনুমতি ছাড়া নবান্নে কাউকে ঢুকতে দেওয়া যায়নি। সে কারণেই তাঁকে আটকানো হয়েছিল। ওর বাড়িতে খবর দেওয়া হয়েছে। ঘটনার কথা বলা হয়েছে”।