রাজ্য

ভুয়ো শিক্ষক এখন অতীত, এবার বিধানসভায় হাজির ভুয়ো তৃণমূল বিধায়ক, তুমুল হইচই বিধানসভা জুড়ে

আজ, বুধবার বিধানসভায় ছিল বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন ২০২৩-২০২৪-এর বাজেট পেশ করেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই ছিল শেষ বাজেট। সেই কারণে এই বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য। আর এদিনই বিধানসভায় ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড।

এর আগে শহর কলকাতা থেকে ভুয়ো সিবিআই আধিকারিক, ভুয়ো শিক্ষকের খোঁজ অনেক মিলেছে। কিন্তু তা বলে, ভুয়ো বিধায়কও? বিধানসভার লবিতে এদিক-ওদিক ঘুরে বেড়াতে দেখা গেল ভুয়ো বিধায়ককে। যা নিয়ে বেশ হইচই পড়ল বিধানসভায়। ‘

এদিম দেখা যায়, বিধানসভার লবিতে এক ব্যক্তি ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর পরনে ছিল সাদা ফুলস্লিভ শার্ট ও খয়েরি রঙের প্যান্ট। একটি কালো কোট শার্টের উপর। কাঁচাপাকা চুল সঙ্গে চোখে চশমা। মফঃস্বলের বিধায়কদের সঙ্গে খানিকটা মিল পাওয়া যায় তাঁর।

বিধানসভার বিধায়কদের মধ্যে মোটামুটি সকলেরই মুখ চেনেন পুলিশকর্মীরা। আর সেই ব্যক্তির বয়স দেখে মনে হচ্ছিল বছর ৬৫ হবে। সেই কারণে সন্দেহবশতই ওই ব্যক্তিকে গিয়ে পুলিশকর্মীরা প্রশ্ন করেন যে তিনি কে? উত্তরে ওই ব্যক্তি জানান, “আমি বিধায়ক”।

কিন্তু এমন বিধায়ককে তারা আগে কখনও দেখেননি। আর এরমধ্যে উপনির্বাচনও হয়নি যে নতুন কোনও বিধায়ক আসবেন। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় তাঁর নাম গজানন শর্মা। বিধানসভার ভিতর পুলিশ কিয়স্কে বসিয়ে গজানন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর তাঁকে আটক করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তিনি কী করেন, কেন তিনি বিধানসভায় ঢুকেছিলেন, সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা মেলেনি।

সাধারণত বিধানসভায় ঢুকতে গেলে নির্দিষ্ট পাসের দরকার হয়, এমনই এমনই যে কেউ বিধানসভায় হঠাৎ ঢুকে পড়তে পারেন না। কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপ টপকে গজাননবাবু কীভাবে বিধানসভায় ঢুকে পড়লেন, আর লবি পর্যন্ত পৌঁছে গেলেন, তা  নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় বিধানসভায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়ি হাওড়ার বেলিলিয়াস রোডে। মেয়ে ও নাতনির কাছে থাকেন। ২০২০ সালে একমাত্র ছেলেকে হারিয়েছেন গজাননবাবু। ২০২১ সালে তাঁর স্ত্রীরও মৃত্যু হয়। আর তারপর থেকেই মানসিকভাবে কিছুটা অসংলগ্ন তিনি। কিছুক্ষণ কথা বলার পর তা স্পষ্ট হয়ে যায় পুলিশের কাছেও। তারপর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

Back to top button
%d