রাজ্য

এবার লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন, ‘খেলা হবে’ গানের নয়া সংস্করণ নিয়ে হাজির দেবাংশু, বললেন ‘দুর্গা এবার দিল্লি যাবে’

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) ‘খেলা হবে’ গান রাজ্যজুড়ে তুমুল ঝড় তোলে। এবার তৃণমূলের লক্ষ্য হল ২০২৪-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। সেই লক্ষ্যে স্থির ঘাসফুল শিবির। আর এরই মধ্যে এবার ‘খেলা হবে’ গানের নয়া সংস্করণ নিয়ে হাজির দেবাংশুও।

তাঁর ‘খেলা হবে’ স্লোগান একুশের নির্বাচনে ঝড় তোলে। সেই স্লোগানকে হাতিয়ার করেই এগিয়েছিল তৃণমূল। এবার এই গানের নয়া সংস্করণে উঠে এল জাতীয় রাজনীতি থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য। উঠে এল কুৎসার প্রসঙ্গে আক্রমণ। এই গানে দেবাংশু মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দুর্গা’ ও বিজেপিকে ‘অসুর’ বলে সম্বোধন করেছেন।

দেবাংশুর খেলা হবে গানের নতুন সংস্করণের কিছু লাইন হল – “বাইরে থেকে বর্গী এল। চটির হাওয়ায় ভেসে গেল। দিল্লি এবার আসছি তবে বন্ধু আবার খেলা হবে। ফন্দি এঁটে কষ্ট দিলে এক পা ভেঙে আটকেছিলে। দুর্গা এবার দিল্লি যাবে। অসুর তোমার খেলা হবে”। 

একুশের বিধানসভা নির্বাচনের আগে দেবাংশুর ‘খেলা হবে’ স্লোগান তুমুল ঝড় তুলেছিল। আর তা শুধুমাত্র রাজনৈতিক গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না। লোকমুখেও এই ‘খেলা হবে’ স্লোগান চূড়ান্ত জনপ্রিয় হয়। আর সেই সঙ্গে দেবাংশুর খেলা হবে গানটিও ব্যাপক ভাইরাল হয়েছিল।

স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিধানসভা নির্বাচনের আগে স্লোগান তুলে বলেছিলেন ‘খেলা হবে’। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেছিলেন ‘ভয়ংকর খেলা হবে’। শুধু তাই-ই নয়, বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও পাল্টা বলেছিলেন, “আমরাও বলছি খেলা হবে”। কমবেশি অনেক রাজনৈতিক নেতাকেই এই স্লোগান বিধানসভা নির্বাচনের আগে ব্যবহার করতে শোনা গিয়েছে।

এই খেলা হবে স্লোগান নিয়েও বামনেতারাও নবান্ন অভিযান করেছিল। খেলা হবে প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য বলেন, “যখনই রাস্তাঘাটে কেউ খেলা হবে বলে সম্বোধন করে তখন আমার খুব আনন্দ হয়। খেলা হবে স্লোগানটি আমার কাছে সন্তানের মতো”।

Back to top button
%d bloggers like this: