WB Election 2021: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘাসফুল, তৃণমূলে যোগ দিতে পারেন দেবাশীষ সেন ও রাজীব সিনহা

সামনেই বিধানসভা নির্বাচন। প্রকাশ হয়ে গিয়েছে ভোটের নির্ঘণ্ট। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ভোটের লড়াইয়ে একে অপরকে টেক্কা দেওয়ার খেলায় মেতেছে। এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল দলবদল। রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে দলবদলের খেলা। অনেক নেতা, মন্ত্রী, বিধায়ক, তারকারা একদল ছেড়ে অন্যদলে যোগ দিচ্ছেন। আবার কেউ কেউ নতুনভাবেই কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। এরই মধ্যে শোনা যাচ্ছে দুটি বড় মুখ ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন।
আরও পড়ুন- বড় চমক রাজ্য রাজনীতিতে, মোদীর ব্রিগেডেই মিমি চক্রবর্তীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল!!!
সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা তৃণমূলে যোগ দিতে পারেন। এরই সঙ্গে এও শোনা যাচ্ছে যে হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেনও যোগ দিতে পারেন ঘাসফুল শিবিরে।
আজ, বুধবার সকালেই অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন। এরপরই খবর মেলে যে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ও হিডকোর চেয়ারম্যানও তৃণমূলেই যোগ দিতে পারেন। নতুন মুখ নিয়ে আসা এখন রাজ্য রাজনীতির নতুন ধারা হয়ে গিয়েছে।
আরও পড়ুন- মোদীর ব্রিগেডে দেখা মিলতে পারে সৌরভ-মিঠুন-প্রসেনজিৎ-র, নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে
বলে রাখি, গত সোমবারই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর আগেও অনেক তারকা নানান রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। এর আগে তৃণমূলে যোগ দিয়েছেন দীপঙ্কর দে, রণিতা দাস, পাপিয়া অধিকারী, কৌশানি মুখোপাধ্যায়, সৌরভ দাস, ও আরও অনেকে। গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে তৃণমূলে যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, মানালি দে, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সুদেষ্ণা দে, প্রমুখ। সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারও।