‘ঝুপড়ি থেকে রাজপ্রাসাদ হল কী করে’, অমিত শাহ-পুত্রের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মন্তব্য করায় অভিষেককে পাল্টা তোপ দিলীপের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র ছেলে জয় শাহ্’র সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যের জন্য এবার তাঁকে দফায় দফায় আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। প্রশ্ন তুললেন, জয় শাহ্’র সম্পত্তি ৮০ হাজার গুণ বেড়েছে, তা অভিষেক কীভাবে জানলেন।
আজ, বুধবার নিউ টাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জানলেন ৮০ হাজার গুণ বেড়েছে জানি না। একটা কোন পোর্টালে নিউজ করেছিল এটা নিয়ে। উল্টা – পাল্টা – মিথ্যা। এটা নিয়ে কেস হয়েছিল। তারা কোর্টে গিয়ে ক্ষমা চেয়েছিল যে এটা মিথ্যা খবর। যারা মিথ্যার সঙ্গে থাকতে চায় তারা এটাই বলবে। তাই এখানে সত্যকে চাপা দেওয়ার জন্য কেরালা স্টোরি বন্ধ করা হচ্ছে”।
এখানেই শেষ নয়। এদিন বেলা বাড়তে তিনি পৌঁছন দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে। সেখান থেকে ফের অভিষেককে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, “উনি কী করে জানলেন? কোথা থেকে তথ্য পেলেন? সবাইকে নিজেদের মতো চোর মনে করেন না কি? ওনাদের ঝুপড়ি থেকে রাজপ্রাসাদ হয়েছে। কোথা থেকে টাকা এল? গাছ লাগিয়েছেন, না খনি আছে ওনাদের? যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাদের কাছে টাকা পাওয়া গেছে”।
দিলীপের কথায়, “কেষ্ট মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে। সে বলেছে আমি জানি না টাকা কোথা থেকে এসেছে। যাদের ব্যবসা নেই বাণিজ্য নেই তারা কোটি কোটি টাকার মালিক হল কী করে? তদন্ত হবে না”।
গতকাল, মঙ্গলবার বীরভূমের এক সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র ছেলে জয় শাহ্কে নিশানা করে অভিষেক বলেছিলেন, “সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ বেড়েছে বলে গ্রেফাতরি। অমিত শাহের ছেলে জয় শাহের সম্পত্তি তো ৮০ হাজার গুণ বেড়েছে। তাহলে ওঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কেউ এনিয়ে তো প্রশ্ন তুলছেন না”।
এমনকি এদিন গরু পাচারের অভিযোগে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর কথায়, “গরু চোর ধরতে বেরিয়েছে বাবুরা (ইডি-সিবিআই)। বীরভূমের জেলা সভাপতিকে গরু চুরির অভিযোগে গ্রেফতার করেছে। কিন্তু বিএসএফ কার অধীনে? গরু চুরির টাকা কোথায় যায়”?