নিউজ

‘এই সিদ্ধান্তের বিরোধিতা করছি’, ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করায় মমতাকে তোপ শুভাপ্রসন্নের, কুণাল ফোন করতেই মুখে কুলুপ শিল্পীর

এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি। ভাষা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনেই বেফাঁস মন্তব্য করেছিলেন। এবার ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে সরাসরি মমতার বিরোধিতা করলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। কিন্তু পরক্ষণেই কুণাল ফোন করে সতর্ক করতেই মুখে কুলুপ আঁটলেন শিল্পী।

‘দ্য কেরালা স্টোরি’ বিতর্ক নিয়ে শুভাপ্রসন্ন বলেন, “এই ছবি নিষিদ্ধ ঘোষণা করে অহেতুক ছবিটিকে বাড়তি গুরুত্ব দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী”। এক সংবাদমাধ্যমে তাঁকে বলতে শোনা যায়, “এই সিদ্ধান্ত কোনও রাজনৈতিক সুবিধা দেবে না। বরং নিষিদ্ধ করে ছবিটাকেই গুরুত্ব দেওয়া হল। সেন্সর বোর্ড যখন ছাড় দিয়েছে, তখন প্রদর্শনে বাধা কোথায়”?

তিনি আরও বলেন, “কে কী বলেছেন, সেটা আমি বলতে পারব না। আমার যে বোধ তাতে মনে করি কোনও শিল্পকে নিষিদ্ধ করা উচিত নয়, কেরালা স্টোরির মধ্যে কিছুই ব্যাপার নেই, হয়ত ধর্মান্তরিত করার ব্যাপার দেখানো আছে। এমন ধর্মান্তরণ খ্রিস্টান হিন্দুকে করে, হিন্দু খ্রিস্টানকেও করে, এইরকম অনেক ভূরি ভূরি উদাহরণ আছে। মুখ্যমন্ত্রী নিজেও একজন শিল্পী। এই সিদ্ধান্তের বিরোধিতা করি”।

তাঁর এহেন বক্তব্যের প্রেক্ষিতে গতকাল, মঙ্গলবার কোনও মন্তব্য করতে চান নি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, “উনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখেন। তাই রবীন্দ্রজয়ন্তীর দিন কিছু বলব না। যা বলার বুধবার বলব”।

তবে আজ, বুধবার জানা যায়, শুভাপ্রসন্নের সঙ্গে ফোনে কথা হয়েছে কুণালের। এদিন সাংবাদিক বৈঠকে ওই ফোনালাপের বিষয়ে কুণাল বলেন, “আমায় সকালে শুভা’দা ফোন করেছিলেন। তখন আমি বলি, যাঁদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে আপনি তাঁদের মধ্যে। তা হলে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত নিয়ে এ ভাবে বাইরে মুখ খুলছেন কেন”? কুণাল জানান যে শুভাপ্রসন্ন তাঁর কথা মেনে নিয়েছেন।

পরে এক সংবাদমাধ্যমে শুভাপ্রসন্ন ওই ফোনালাপের বিষয়টি স্বীকার করেন। তিনি এও জানান যে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে তিনি আর কোনও মন্তব্য করবেন না। তিনি নিজের আগের মন্তব্যে অনড় কী না, তাও কিছু বলতে চান নি তিনি। ওয়াকিবহাল মহলের মতে, কুণালের থেকে ‘ধমক’ খেয়েই মুখে কুলুপ এঁটেছেন শুভাপ্রসন্ন।

Back to top button
%d bloggers like this: