রাজ্য

‘রামনামে তো ভূতে পায়, তৃণমূল কী ভূত হয়ে গিয়েছে নাকি’, ‘জয় শ্রীরাম’ স্লোগান বিতর্কে শাসক দলকে কটাক্ষ দিলীপের

বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলেছিলেন বিজেপি কর্মী। সেই নিয়ে তুমুল রাজনৈতিক তরজা দানা বাঁধে। বর্ষবরণের দিন তৃণমূলের নতুন ভবনের ভিতপুজোয় এই বিষয় নিয়ে মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপরই এর জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আজ, সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “ভূতে রামনাম ভয় পায়। তৃণমূল কী ভূত হয়ে গিয়েছে? কে কার মধ্যে ঈশ্বর দেখে জানিনা। আমরা শুরু থেকেই রাম দেখি। ওরা বা কংগ্রেস বিপদে পড়লে রাম দেখে”।

আবার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। তাঁর কথায়, “আমরা জানি যার কোনও রাস্তা নেই, সে রামের নাম করে। রামকে ভয় পাওয়ার কী আছে? রামই তো উদ্ধার করেন”।

বলে রাখি, গত ৩০শে ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে পৌঁছতেই তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। তা নিয়ে বেশ চোটে যান মমতা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বিজেপি নেতা সুভাষ সরকার অনুরোধ করা সত্ত্বেও মমতা মূল মঞ্চে ওঠেন নি। নিচের দর্শকাসন থেকেই বক্তৃতা রাখেন তিনি। আর এই নিয়ে শুরু হয় শাসক-বিরোধী তরজা।

গতকাল, রবিবার তিলজলায় তৃণমূলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা সরকারি মঞ্চে রাজনৈতিক স্লোগান ব্যবহার করে, তার মানেই ধরে নেওয়া যেতে পারে যে তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া। কোনও দল দেউলিয়া হয়ে গেলেই এই ধরনের আচরণ করে।

অভিষেক বলেন, “২০২১ সালের ২৩ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটল। এটা লজ্জার। কোনও সরকারি অনুষ্ঠানে দেখেছেন তৃণমূল জিন্দাবাদ বলতে? বন্দেমাতরম, জয় হিন্দ, জয় বাংলা বলুন। কিন্তু যারা মুখ থুবড়ে পড়েও শেখে না, মুখ্যমন্ত্রীকে অপমান করে, তাদের কী বলা হবে। আমার প্রতিবাদ জানানোর ভাষা নেই”।

এরপরই তিনি কটাক্ষের সুরে বলেন, “ওরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঈশ্বরকে বা রামচন্দ্রকে দেখতে পেয়েছে। তাই জয় শ্রীরাম বলেছে। তাদের ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যে শ্রদ্ধা, সম্মান তারা দিয়েছেন, তার জন্য”।

Back to top button
%d bloggers like this: