‘বিচারব্যবস্থার একাংশ সাক্ষাৎকার দিয়ে ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ তৈরি করলে কোনওদিন সুবিচার পাবে না’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কেই কী নিশানা অভিষেকের?

নতুন বছরে অপেক্ষারত চাকরিপ্রার্থীরা চাকরি পাবেন কী না, তা এখনও স্পষ্ট নয়। আর এই পরিস্থিতির জন্য বিচারব্যবস্থাকেই দায়ী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল, রবিবার তৃণমূলের নতুন সদর ভবনের ভিতপুজোয় এই প্রসঙ্গে অভিষেক যা বললেন, তাতে প্রশ্ন উঠেছে যে তিনি কী তাহলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই (Justice Avijit Ganguly) কোনওভাবে নিশানা করলেন?
এদিন এসএসসি, টেটের চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, “ওঁদের সঙ্গে এক দফা মিটিং করেছি। কিন্তু আইনি জটিলতায় করা যাচ্ছে না সবটা। আমরা দলীয় সামর্থ্য অনুযায়ী যা করার করছি। আমরা চাই, যাঁরা আন্দোলন করছেন বা যাঁরা যোগ্য, তাঁদের চাকরি হোক। কিন্তু মিডিয়ায় আলোয় আলোকিত হয়ে তার বাইরে বেরতে পারছে না”।
এদিন চাকরিপ্রার্থীদের উদ্দেশে অভিষেক বলেন, “এই বছর আপনাদের সংকল্প নিতে হবে যে আপনারা সত্যের সঙ্গে থাকবেন। সরকার চায়, আপনাদের চাকরি হোক। আইনি জটিলতায় সিপিএমের কিছু আইনজীবী বিচারব্যবস্থার একটা অংশ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ তৈরি করলে সেখানে কোনও দিন সুবিচার পাবে না”।
অভিষেকের এহেন মন্তব্য থেকেই প্রশ্ন উঠেছে যে তাহলে কী এই কথার মাধ্যমে কোনওভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করতে চাইলেন? কারণ, বিচারপতির একাধিক রায় নিয়ে এর আগে অসন্তোষ দেখা গিয়েছে দলের অন্দরে। অনেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করে এও বলেছেন যে তিনি নাকি চাকরিপ্রার্থীদের ভগবান হয়ে ওঠার চেষ্টা করছেন।
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে নানান পর্যবেক্ষণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নানান সময় মামলাকারী, অভিযুক্ত, তদন্তকারীদের ভূমিকা, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নানান প্রশ্ন তুলেছেন তিনি। তবে সম্প্রতি কমিশনের ভূমিকায় বিচারপতি বেশ সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীরও প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। এই মুহূর্তে অভিষেকের এমন মন্তব্য সমালোচনায় অনহ্য মাত্রা যোগ করল বলে মত বিশেষজ্ঞদের একাংশের।