রাজ্য

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মিথ্যে ও অসম্মানজনক মন্তব্য, মমতাকে আইনি নোটিশ পাঠালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী

গতকাল, সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার নির্দেশ দেন। পশ্চিমবাংলাই প্রথম রাজ্য যেখানে এই ছবি নিষিদ্ধ করা হয়েছে। এদিন ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মন্তব্য করতে গিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রসঙ্গও টেনে আনেন মমতা। এর জেরেই এবার মমতাকে আইনি নোটিশ পাঠালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

এই আইনি নোটিশে বলা হয়েছে যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি সম্পর্কে মিথ্যে ও অসম্মানজনক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের ও তাদের ছবিকে বদনাম করার জন্যই এমন মন্তব্য করেছেন তিনি, এমনটাই মত বিবেকের। আর সেই কারণেই এই নোটিশ।

গতকাল, ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে মমতা বলেছিলেন, “দ্য কাশ্মীর ফাইলস কী? এটা একটি অংশকে অসম্মান করা হয়েছে। দ্য কেরালা স্টোরি কী? সেটাও বিকৃত করা। বিকৃত করা বিষয়কে বিজেপি কেরালা স্টোরির মধ্যে দিয়ে দেখাচ্ছে”।

শুধু তাই-ই নয়, মমতা আরও বলেছিলেন, “কিছু দিন আগে বিজেপির টাকায় কয়েকজন তারকা বাংলায় এসেছিলেন। তাঁরা বেঙ্গল ফাইলস বানানোর প্রস্ততি নিচ্ছে”।

প্রসঙ্গত, গত বছর মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ডের পটভূমিতে তৈরি হয়েছিল এই ছবি। বিবেক অগ্নিহোত্রীর সেই ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে বসে কেঁদে ফেলেছিলেন লালকৃষ্ণ আডাবাণী। আর ‘দ্য কেরালা স্টোরি’ বিষয়বস্তু হলে ধর্মান্তকরণ করিয়ে মেয়েদের সিরিয়া ও আফগানিস্তানে পাচার করে জঙ্গি সংগঠনে প্রশিক্ষণ দেওয়ানো।

গতকাল ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মমতার এহেন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানান বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে মিনি কাশ্মীর বানিয়ে রেখেছেন”। এরপর আজ এই আইনি নোটিশ। এবার এর প্রেক্ষিতে তৃণমূলের তরফে কী প্রতিক্রিয়া দেওয়া হয়, এখন সেটাই দেখার।

Back to top button
%d bloggers like this: