রাজ্য

নিজে তো হাজিরা দেন নি, পাঠিয়েছেন আবার অসম্পূর্ণ নথি, সায়নী উপর যারপরনাই অসন্তুষ্ট ইডি, কী মাশুল গুনতে হবে তৃণমূল নেত্রীকে?

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। ইডি তাঁকে তলব করায় গত শনিবার হাজিরা দেন তিনি। গতকাল অর্থাৎ ৫ই জুলাই দ্বিতীয় দফায় তাঁকে তলব করেছিল ইডি। সঙ্গে নানান নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিনের হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। তবে নথি পাঠিয়েছিলেন। তবে এই নথি অসম্পূর্ণ, এমনটাই দাবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাঁর সেই নথি দেখে বেশ অসন্তুষ্ট ইডি।

প্রথমবার হাজিরার সময় সায়নী নিজে হাতে লিখেছিলেন যে তিনি পরবর্তী হাজিরায় আসবেন। কিন্তু দ্বিতীয় হাজিরার আগে আইনজীবী মারফৎ তিনি খবর পাঠান যে ভোটের পর তাঁকে যতবার ডাকা হবে, তিনি যাবেন। হঠাৎ কেন এমন বদল? তবে কী কোনও চাপ?

পুলিশ বা সিবিআই অভিযুক্তের বয়ান নেয় ভারতীয় দণ্ডবিধির ১৬১ নম্বর ধারা অনুযায়ী। সে ক্ষেত্রে তদন্তকারী অভিযুক্তের বয়ান নিয়ে সেটা নিজে লেখেন। কিন্তু ইডি বয়ান নেয় পিএমএলএ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী। সে ক্ষেত্রে অভিযুক্ত যদি লিখতে জানেন, তাহলে অভিযুক্তই বয়ান লেখেন। সায়নী ঘোষের ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রশ্ন হল, তারপরেও হাজিরা এড়ালেন কেন?

কী নথি জমা দিয়েছেন সায়নী?

হাজিরা এড়ালেও তিনি নথি জমা দিয়েছেন বটে কিন্তু ইডির দাবী তা অসম্পূর্ণ। নিজের নামে থাকা ৮০ লক্ষ টাকা দিয়ে কেনা ফ্ল্যাটের নথি জমা দিয়েছেন সায়নী। কিন্তু মায়ের নামে ৩৫ লক্ষ টাকা দিয়ে কেনা ফ্ল্যাটের কোনও নথি জমা দেননি। সেই ফ্ল্যাটের টাকার কী উৎস, তা কিছুই জানান নি সায়নী।

এমনকী সায়নী ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেখানে সায়নী নিজে থেকে বহু নথি জমা দেননি। এর ফলে তদন্তে কঠিন পথ পেরতে হচ্ছে। সায়নীর আয়–ব্যয় নিয়েও নথি চাওয়া হয়েছিল। সেখানে তা মেলেনি। প্রথম দফার জিজ্ঞাসাবাদে সায়নীকে কুন্তল প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু কুন্তলের টাকা সায়নীর অ্যাকাউন্টে ঢুকেছিল কী না তার নথি পেশ করেননি তিনি। এমন অসম্পূর্ণ নথি জমা দেওয়ার ফলেই সায়নীর উপর বেশ অসন্তুষ্ট ইডি।

শুধু তাই-ই নয়, সায়নী যে গাড়িটি ব্যবহার করেন সেটার নথিও পেশ করতে বলা হয়েছিল ইডির তরফে। তবে সায়নী ঘোষ দাবী করেছিলেন, গাড়িটি তাঁর নিজেরই। ইডি সূত্রের খবর, নথি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইতে সায়নীকে আবার তলব করা হতে পারে।

Back to top button
%d bloggers like this: