রাজ্য

চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে বেধড়ক মারধর শিক্ষকের, নাক ফেটে ঝরল রক্ত, বাঁচাতে গেলে সহকর্মীদেরও প্রহার অভিযুক্ত শিক্ষকের

চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। মারের চোটে নাক ফেটে রক্ত ঝরল ওই খুদের। পড়ুয়াকে বাঁচাতে অভিযুক্ত শিক্ষকের উপর চড়াও হন অন্যান্য শিক্ষকরা। তাদেরও আঘাত করার অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। জানা গিয়েছে, রোজকার মতো আজ, বৃহস্পতিবার সকালেও ক্লাস চলছিল স্কুলে। চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া অভিযুক্ত ওই শিক্ষকের কাছে কিছু একটা জানতে যায়। অভিযোগ, সেই সময় ওই শিক্ষক আশিস আদক ডাস্টার দিয়ে মারতে থাকে ওই পড়ুয়াকে।

তার কলার ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে যান শিক্ষক। মারধরের চোটে পড়ুয়ার নাক ফেটে রক্ত পড়ছিল। এই কাণ্ড দেখে পড়ুয়াকে বাঁচাতে ছুটে আসেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াকে উদ্ধার করতে গেলে তাদের উপরও চড়াও হন ওই অভিযুক্ত শিক্ষক আশিস আদক।

গোটা বিষয়টি জানানো হয় আক্রান্ত পড়ুয়ার অভিভাবকদের। পড়ুয়াকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তার,

স্কুল কর্তৃপক্ষর অভিযোগ, ওই অভিযুক্ত শিক্ষক আগেও ছাত্র, এমনকী সহকর্মীদের গায়েও হাত তুলেছেন। এই ঘটনা কোনওভাবেই কাম্য নয়। তারাও চান অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন।

এই ঘটনা প্রসঙ্গে আহত পড়ুয়ার মা বলেন, তারা খুবই আতঙ্কিত। আগামীদিনে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে প্রশাসনের উচিত ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার, এমনটাই দাবী তাঁর। এই বিষয় অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

Back to top button
%d bloggers like this: