রাজ্য

বিজেপি নেতার খু’নের প্রতিবাদে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক বিজেপির, বন্‌ধ অসফল করতে ধরপাকড় শুরু পুলিশের

বিজেপি নেতার খু’নের ঘটনায় উত্তাল ময়না। এই ঘটনার প্রতিবাদে আজ, বুধবার সেখানে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক জায়গায় দোকান বন্ধ করানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ। এই বন্‌ধ অসফল করতে তৎপর পুলিশ। শুরু হল ধরপাকড়।

বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুইঞাকে খু’নের ঘটনায় গতকাল, মঙ্গলবার থেকেই উত্তাল ময়না। এই ঘটনার খবর পাওয়ার পর সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার খু’নের ঘটনার প্রতিবাদে আজ, বুধবার ময়নায় ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেন তিনি।

এদিন সকাল ৬ টা থেকেই বন্‌ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার নানান এলাকায় রাস্তার উপর বসে বিজেপির নেতা-কর্মীরা। কোথাও ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা। একের পর এক টায়ার জ্বালানো হয়। সকালের দিকে বেশ কিছু দোকান খোলা থাকলেও তা জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

বিজেপি নেতার খু’নের প্রতিবাদে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক বিজেপির, বন্‌ধ অসফল করতে ধরপাকড় শুরু পুলিশের 2

এদিকে এই বন্‌ধ অসফল করতে রাস্তায় নেমেছে পুলিশও। সকাল থেকেই ময়নার নানান জায়গায় শুরু হয়েছে পুলিশ পিকেটিং। তমলুকের এসডিপিও নেতৃত্বে সকাল থেকে চলছে টহল-ধরপাকড়। বন্‌ধ সমর্থকদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করেন। এর জেরে শুরু হয় বচসা।

বিক্ষোভকারীদের দাবী, খু’নের ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি এখনও পর্যন্ত। অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয় না। পুলিশের আশ্বাসে মোটেই রাজি নন উত্তেজিত বিজেপি কর্মী-সমর্থকরা।

এক বিজেপি কর্মী বলেন, “পুলিশ এসে বনধ তুলতে অনুরোধ করছে। আমরা বললাম জরুরি পরিষেবার গাড়ি তো যেতে দিচ্ছি। তাহলে অবরোধ তুলছেন কেন? আমরা তো শান্তিপূর্ণভাবে বনধ করছি। সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে পুলিশ। অশান্তি করছে পুলিশ।

আরও এক বিজেপি কর্মী বলেন, “একজন খুন হয়ে গেল সেখানে পুলিশ না গিয়ে শান্তিপূর্ণ বনধ করছি আমাদের গ্রেফতার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বনধ ডাকে তখন তো পুলিশ কিছু বলেনি”।

Back to top button
%d bloggers like this: