রাজ্য

তদন্তে অসহযোগিতা! নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশির পর তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি

শিক্ষক নিয়োগ দুর্নীতি (teacher recruitment scam) মামলায় নয়া মোড়। ইডি-র হাতে এবার গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghish)। তাঁর নিউটাউনের ফ্ল্যাটে ২৪ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে এবার কুন্তলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।

কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল অভিযোগ আনেন যে এসএসসি ও টেট দুর্নীতিতে কুন্তল ঘোষ নানান চাকরিপ্রার্থীর কাছ থেকে ১৯ কোটি টাকা নিয়েছেন। এই ব‌্যাপারে কিছু নথি দেন তাপস মণ্ডল। যা এখন রয়েছে সিবিআইয়ের কাছে। সেই নথিগুলি যাচাই করতেই গত বুধবার কুন্তলকে নিজাম প‌্যালেসে নিজেদের দফতরে তলব করে সিবিআই।

ওইদিন বিকেল তিনটে নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। বেশ কিছু নথি জমা দেন তিনি। প্রায় দু’ঘণ্টা ধরে জেরা করে তাঁকে সিবিআই আধিকারিকরা। বাইরে এসে তিনি বলেন, “আমি কি বলেছি, তা কাউকে বলব না। আমি যদি দোষী হতাম, তবে একটু সময়ের জন‌্য থাকতাম না। তাপস মণ্ডলকে আমি আমার আইনজীবী মারফৎ মানহানির নোটিস পাঠাচ্ছি”।

এরপর গতকাল, শুক্রবার কুন্তলের নিউটাউনের চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। একটানা প্রায় ২৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি। রাতভর দফায় দফায় জেরাও করা হয় কুন্তলকে। তদন্তে অসহযোগিতার অভিযোগে ভোররাতে প্রথমে তাঁকে আটক করে ইডি।

এর কিছু ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় কুন্তলকে। তাঁর ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, একটি ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে যাতে লেনদেনের সংক্রান্ত নানান তথ্য রয়েছে। আজ, শনিবারই কুন্তলকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। যদিও তৃণমূল নেতার আইনজীবীর দাবী তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি।

Back to top button
%d